এই সবজির রস মাথায় লাগালে টাকেও চুল গজাবে, ট্রাই করে দেখুন আজই

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

hair loss problem man and woman

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ছেলে হোক বা মেয়ে, চুল পড়ার সমস্যা যেন সকলের। কখনও দেহে পুষ্টির অভাব, কখনও অযত্নের জেরে চুল পড়া বাড়ে। আবার অনেক সময় জিনগত সমস্যার কারণেও চুল পড়ার সমস্যা দেখা দেয়। ছেলেদের ক্ষেত্রে এই সমস্যা খুব কমন। চুল পড়তে পড়তে টাক উঁকি দেয় মাথায়। এটা কারওই ভালো লাগে না। এই সমস্যা দূর করতে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট না করিয়ে টম্যাটোর সাহায্য নিন।

টম্যাটোর রস নতুন চুল গজাতে সাহায্য করে:

টম্যাটোর রসের মধ্যে ভিটামিন সি, লাইকোপেন, ভিটামিন এ, বায়োটিন, জিঙ্কের মতো পুষ্টি রয়েছে। এগুলো চুলের গোড়ায় পুষ্টি জোগায় এবং চুলের সমস্যা দূর করে। এ ছাড়াও টম্যাটোর রসে কিছু প্রাকৃতিক অ্যাসিড রয়েছে, যা স্ক্যাল্পের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। পাশাপাশি খুশকি দূর করে।

আরও পড়ুন:– জলে ন্যাপথালিন! আশঙ্কা বাড়তে পারে বন্ধ্যত্ব, অ্যাজ়মা–ক্যান্সারও, জানুন বিস্তারিত

চুলের যত্নে যে উপায়ে টম্যাটোর রস ব্যবহার করবেন:

স্ক্যাল্প ম্যাসাজ: ২-৩ চামচ টম্যাটোর রস নিয়ে স্ক্যাল্পে মালিশ করুন। সার্কুলার মোশনে মালিশ করবেন। এর পর ৩০ মিনিট অপেক্ষা করুন। হাল্কা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে দু’বার টম্যাটোর রস মাথায় মাখলে উপকার পাবেন। এতেই মাথায় নতুন চুল গজাবে।

টম্যাটো ও অ্যালোভেরার মাস্ক: ২ চামচ টম্যাটোর রসের সঙ্গে ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মসৃণ পেস্ট বানিয়ে নিন। এই হেয়ার মাস্ক স্ক্যাল্প ও চুলে ভালো করে লাগিয়ে নিন। এর পর ৪৫ মিনিট অপেক্ষা করুন। অ্যালোভেরা জেল স্ক্যাল্পের প্রদাহ কমিয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

টম্যাটোর রস ও নারকেল তেল: ২ চামচ টম্যাটোর রসের সঙ্গে ১ চামচ নারকেল তেল মিশিয়ে নিন। নারকেল তেল আগে অল্প গরম করে নিন। এ বার মিশ্রণটি স্ক্যাল্পে ভালো করে মালিশ করুন। এই কাজটা করতে হবে রাতে। মাথায় টম্যাটোর রস ও নারকেল তেল মালিশ করে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে শ্যাম্পু করে নিন। নারকেল তেল চুলকে পুষ্টি জোগায়। এই মিশ্রণটি সপ্তাহে দু’বার ব্যবহার করলেই দুর্দান্ত ফল পাবেন।

আরও পড়ুন:– নতুন বছরে পোস্ট অফিস চালু করল নতুন নিয়ম। এই কাজ না করলে লেনদেন বন্ধ। বিপদে পড়ার আগে জেনে নিন

আরও পড়ুন:– অবিবাহিত যুগলদের জন্য বন্ধ হলো OYO রুম, নতুন নিয়ম জানেন তো?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন