Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- এগুলি থেকেই করোনা সংক্রমণের ভয় সবচেয়ে বেশি ! করোনা সংক্রমণের ঝুঁকি দূর করতে টানা লকডাউনে পথে গেছিলো গোটা দেশ। আনলক এর নানা পর্যায়েও ভিড় কমাতে অকারণে বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নাক ও মুখের ড্রপলেটের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায় তা ছাড়াও এক সারফেস থেকেও অন্য সারফেসে সহজে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। তাই থাকতে হবে খুবই সাবধান।
এক নজরে দেখুন কোন সারফেস থেকে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা সবচেয়ে বেশি —–
১. বাস এবং মেট্রো রেলের মতো গণ পরিবহণ ব্যবস্থাতে বহু মানুষ যাতায়াত করেন। তাই গণ পরিবহণে অত্যন্ত সাবধান। তাই বাস বা মেট্রোর জানালা, দরজার হাতল, ধরে দাঁড়ানোর হাতল স্পর্শ না করার চেষ্টা করুন।
২. বাস বা মেট্রো থেকে নেমেই সাবান বা স্যানিটাইজার দিয়ে ভালো করে হাত পরিষ্কার করে নিন।
৩. ব্যাংক টাকায় করেনাভাইরাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২৮ দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকতে পারে। তাই টাকা স্যানিটাইজ করে নিন এবং হাত পরিষ্কার করে নিন।
৪. আমাদের মোবাইল ফোন কিন্তু সংক্রমণের সবচেয়ে বড় উত্স্য। তাই সাবধানে সেটি সানিটাইস করুন।
আরো পড়ুন :- অজান্তেই আপনি কি করোনায় আক্রান্ত ? বুঝবেন কিভাবে !
৫. করোনা মহামারীর সময় হাসপাতালে গেলে চেষ্টা করুন কোনো কিছু স্পর্শ না করতে। হাসপাতালে গেলে ফেস মাস্ক, ফেস শিল্ড, স্যানিটাইজার, গ্লাভস সবকিছুই ব্যবহার করুন।
৬. এটিএম থেকে টাকা তোলার পরেই ভালো করে সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নিন।
তাই এই বিষয় গুলি মেনে চলুন আর সুস্থ থাকুন।
Highlights
1. এগুলি থেকেই করোনা সংক্রমণের ভয় সবচেয়ে বেশি !
2. এই বিষয় গুলি মেনে চলুন আর সুস্থ থাকুন
#COVID #Health