Bangla News Dunia , অজয় দাস :- একেই করোনা সারা দেশে মহামারীর আকার ধারণ করেছে। দেশে আক্রান্তের সংখ্যা কমলেও সেই তুলনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এতেই চিন্তায় স্বাস্থ্যে বিশেষজ্ঞরা। আর তারই মধ্যে বিগত এক সপ্তাহের বেশি সময় ধরে দেশে ব্ল্যাক ফাঙ্গাস হানা দিয়েছে। ফলে দেশের বিভিন্ন রাজ্যের মানুষ আক্রান্ত হয়েছেন। এমনকি মারাও গেছেন এই সংক্রমণে। .তবে ওই সকল রোগীর করোনা ও ছিল।
এবার শুনতে পাওয়া যাচ্ছে যে বাংলায় ও ব্ল্যাক ফাঙ্গাসের রোগী চিহ্নিত হয়েছে। তাঁতের চিন্তায় রয়েছে রাজ্য সরকার থেকে স্বাস্থ্যে দপ্তর। এরই মধ্যে হানা দিয়েছে হোয়াইট ফাঙ্গাস অথাৎ গোদের উপর বিষ ফোঁড়া। একেই করোনা ভাইরাস তার পর ব্ল্যাক ফাঙ্গাস তার পর হোয়াইট ফাঙ্গাস। আবার শোনা যাচ্ছে এই হোয়াইট ফাঙ্গাস নাকি আরো বেশি ভয়ানক হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বিহারের ৪ জন ব্যাক্তি এই হোয়াইট ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন।
আরো পড়ুন :- ভ্যাকসিনের ককটেলেই হবে বাজিমাত ! কুপোকত হবে করোনা
ব্ল্যাক ফাঙ্গাসের থেকে কেন বেশি ভয়ানক এই হোয়াইট ফাঙ্গাস ?
ডাক্তারদের মতে এই হোয়াইট ফাঙ্গাস ব্ল্যাক ফাঙ্গাসের থেকেও দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। এর আগে দেখা গেছে ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যুর হার অনেকটাই বেশি তাই স্বাস্থ্যে বিশেষজ্ঞদের মত এই হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ আরো বেশি মারাত্মক হতে পারে। এতেই চিন্তায় ভাঁজ ফেলেছে ডাক্তারদের।
এই হোয়াইট ফাঙ্গাস কি ভাবে সংক্রমণ ছড়াচ্ছে ?
এই ফাঙ্গাসের গবেষকরা বলছেন , এই হোয়াইট ফাঙ্গাস মুখের আশেপাশের অংশ ছাড়াও যৌনাঙ্গ , ফুসফুস , যকৃৎ , বৃক্ক এই সকল অঙ্গে সংক্রমণ ঘটাতে পারে। এছাড়া নখের মাধ্যমে সারা সরিয়ে ছড়িয়ে পড়তে পারে। এমনকি এই ছত্রাক যেই অঙ্গে ছড়িয়ে পড়বে সেই অঙ্গকে বিকল করে দিতে পারে। কিন্তু ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শুধু মুখের আসে পাশের অঙ্গ গুলিতেই হয়।
তবে এই ফাঙ্গাস , করোনা ভাইরাসের মতো ভিন্ন বয়সের মানুষের উপর প্রভাব ফেলে কিনা তার কোনো সঠিক প্রমান এখন ও পর্যন্ত পাওয়া যায় নি। কারণ বর্তমানে সারা দেশে হোয়াইট ফাঙ্গাসের ৪ টি রোগী পাওয়া গেছে। ডাক্তারদের মত এই ফাঙ্গাসে সবচেয়ে বেশি শিশু ও গর্ভবতী মহিলারা আক্রান্ত হবার প্রবণতা রয়েছে।
আরো পড়ুন :- বাড়িতে বসেই হবে করোনা পরীক্ষা ! কিন্তু কিভাবে ?
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- আপনার শিশুর করোনা হলে কি করবেন ? দেখুন গাইডলাইন