কত দিনে ঠিক হয় করোনা ? চিন্তা না করে সতর্ক হন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কত দিনে ঠিক হয় করোনা ? বিগত ১ বছরের বেশি সময় ধরে চলে আসছে করোনা মহামারী। মাঝে কিছুটা কমলেও , আবারও করোনার দ্বিতীয় ঢেউয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশ জুড়ে। সারা বিশ্বে আবারও ফিরছে গত বছরের বিভীষিকাময় পরিস্থিতি, লকডাউন ও হাহাকারের চিত্র। কিন্তু তারপর থেকে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব নিত্যদিনের একটি সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে।

এই করোনা ভাইরাসে বিষয়ে এখনও মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিচ্ছে। অনেকে জানতে চান করোনা আক্রান্ত রোগীর সেরে উঠতে ঠিক কত সময় লাগবে ? কোন ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ার পর কতদিনে তাঁর অবস্থার অবন্নতি হয় ?

এই বিষয়ে মেরিল্যান্ড ইউনিভার্সিটির ডাঃ ফাহিম ইউনুস জানিয়েছেন, করোনা আক্রান্ত রোগীদের ৮০ শতাংশ সাধারণত ১৫ দিনের মধ্যেই সেরে ওঠেন। তবে ১০ শতাংশ এমন দেখা যায়, যেখানে দ্বিতীয় সপ্তাহ থেকে রোগীর অবস্থার অবন্নতি হতে শুরু করে। তবে যদি দুই সপ্তাহে রোগী অসুস্থ না হন, তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। অনেকের ক্ষেত্রে অবস্থার দ্রুত অবন্নতি এবং ধীরে ধীরে উন্নতি হতে দেখা যায়।

আরো পড়ুন :- চীনের ভ্যাকসিন নিয়ে করোনায় বরবাদ তুর্কি !

কিন্তু  বেশি চিন্তা করলে, মানুষ অনেক বেশি অসুস্থ আর আতঙ্কিত হতে পড়েন। নিজেদের শরীরের দিকে খেয়াল রাখার। ভিড়- জনবহুল এলাকায় জমায়েত করবেন না এবং ত্রিস্তরীয় মাস্ক ব্যবহার করুন, ভ্যাকসিন নিন। করোনার বিধি নিষেধ মেনে চলুন এবং সতর্কতা অবলম্বন করুন।
Highlights

 

1. কত দিনে ঠিক হয় করোনা ? 

2. সতর্কতা অবলম্বন করুন

#COVID #Health

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন