Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বাড়ছে করোনা সংক্রমন। ১৫ বছর থেকে ১৮ বছরের কম বয়সীদের এখন ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। কিন্তু তার থেকেও কম বয়সীরা কতটা নিরাপদ কোভিডের থেকে ? কারণ ইতিমধ্যেই ছোটদের মধ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেটাই চিন্তায় ফেলেছে তাদের বাবা-মায়েদের থেকে শুরু করে চিকিৎসকদের। তবে এখনও অবধি শিশুদের মধ্যে কোভিডের উপসর্গ মৃদু। সেটাই আশার আলো চিকিৎসকদের কাছে।
ফুসফুস বিশেষজ্ঞ বিকাশ মৌর্য্য জানিয়েছেন, ‘অনেকেই হালকা শ্বাসকষ্টের পাশাপাশি গলাব্যথা, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তার মধ্যে যেমন বড়রা আছেন, তেমনই আছে শিশুরাও। তবে শিশুদের মধ্যে উপসর্গের মাত্রা অনেকটা কম। ফুসফুস বিশেষজ্ঞ, চিকিৎসক হরিশ চাফেল বলেছেন, ‘শিশুদের এখনও টিকাকরণ হয়নি। তাদের মধ্যে কোভিডের সংক্রমণ ছড়ানোর ঝুঁকি তো রয়েছেই। যেহেতু ওমিক্রনের সংক্রমণের হার খুব বেশি। যারা ভিড় থেকে ঘুরে আসছেন, তাঁদের মধ্যে ওমিক্রন দ্রুত ঢুকছে, সংক্রমণ ঘটাচ্ছে। আর তাঁদের থেকে ছড়িয়ে পড়ছে ছোটদের মধ্যে।’
তিনি বলছেন, এখনও পর্যন্ত পাওয়া তথ্য বলছে, ছোটদের মধ্যে এই রোগের উপসর্গ এখনও মৃদুই। শিশুরা ওমিক্রনে আক্রান্ত হয়েছে কি না, তা বোঝার জন্য কয়েকটি উপসর্গের কথা বলেছেন বিশেষজ্ঞরা। দেখুন একনজরে —–
হালকা জ্বর , সর্দি , গলাব্যথা , গায়ে হাতে পায়ে অল্প ব্যথা , শুকনো কাশি , হাঁচি
ছোটদের মধ্যে এই লক্ষণ গুলি দেখলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে। ছোটদের করোনা নিয়ে বিশেষ ভয় না থাকলেও, যে সমস্ত শিশুদের জটিল অসুখ রয়েছে, তাদের আলাদা করে খেয়াল রাখতে হবে। তেমন বলছেন বিশেষজ্ঞরা।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল