Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনার পর আরেক মহামারী। সারা বিশ্ব জুড়ে এখন করোনার আতংক , এর মধ্যে চিনে আবার আরেক মহামারী হানা দিল। চিন সরকার করোনার জন্য এমনিতেই টালমাটাল। তার মধ্যে আরেক মহামারি যার নাম বুবোনিক প্লেগ, যার ভয়ে এখন কাঁপছে চিন। এখনও পর্যন্ত চিনে দুটি সংক্রমণের খোজ মিলেছে, আর সেই কারনেই আবার চিন্তায় পড়েছে চিন সরকার। এখন সংক্রমণ এতোটাই জটিল যে, সেটা নিয়ে লেভেল থ্রী সতর্কবার্তা জারি করেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কোনভাবেই যদি এই সংক্রমণকে রোখা না যায়, তাহলে এটাও করোনা ভাইরাসের মতো রুপ ধারণ করতে পারে। চিনের সংবাদ মাধ্যমের দ্বারাই এই কথা সামনে এসেছে, তারা জানিয়েছে চিনের বায়ান্নুরের একটি হাসপাতালে এই প্লেগের রোগীর সন্ধান মিলেছে। কোনও ভাবেই যাতে অন্যা শরীরে সংক্রমণ না হয়, সেটার জন্য প্রি কউশন নেওয়া শুরু হয়ে গেছে। আর সাথে জারি করা হয়েছে লেভেল ত্রী সতর্কতা।
চিনের সংবাদ মাধ্যম জিঙ্ঘুয়া জানিয়েছেন, এই প্লেগের রোগীর সন্ধান পেয়েছে পশ্চিম মঙ্গোলিয়ায় খোভদ প্রদেশে। একজন ১৭ বছরের ও একজন ২৭ বছরের। এখন দেখা হচ্ছে তাদের সংস্পর্শে কতজন এসেছে, তাদের আইসোলেটের ব্যবস্থা করা হয়েছে। মোট ১৪৬ জন আইসোলেট হয়েছে। এখন আরও মানুষ আছে কিনা সেটাই দেখা হচ্ছে।
এই রোগের সূত্রপাত , আসলে দুই ভাই খেয়েছিল মারমেটের মাংস, সেখান থেকেই ছড়িয়ে পড়েছিল এই ভাইরাস, তার জন্য মারমেটের মাংস যাতে কেউ না খায়, তার সতর্কবার্তা জারি করা হয়েছে। এই যে বুবোনিক প্লেগ ঘটিত রোগ হল ব্যাক্টেরিয়া ঘটিত, আর এটা এতোটাই ভয়াবহ যে, ২৪ ঘন্টার মধ্যে চিকিৎসা না হলে, রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।
Highlights
1. করোনার পর আরেক মহামারী
2. মারমেটের মাংস যাতে কেউ না খায়, তার সতর্কবার্তা জারি করা হয়েছে
#প্লেগ #Disease