করোনার প্রকোপ কমার্ কোনো লক্ষণ নেই ,দিল্লিতে প্লাজমা ব্যাঙ্ক তৈরী

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , Sangeeta Datta Roy –   বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানাচ্ছে যে – করোনা কোমর কিনি লক্ষনই নেই ,বরং দিন দিন বাড়ছে। সারা বিশ্ব জুড়ে ৫ লাখের বেশি মানুষের করোনাতে মৃত্যু হয়েছে। আর সংক্রমণের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেছে। মাত্র ৬  মধ্যে ১৮৮ টি দেশে কোভিদ ১৯ ছড়িয়ে পড়েছে। বেজিংয়ে জুনের ২য়  সপ্তাহ থেকে এখনো অবদি ৩০০ -র বেশি মানুষের দেহে নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে। বেজিং থেকে ১৪৫ কিমি দূরে আনসিন কাউন্টিতে রেসিডেন্সিয়াল এলাকা সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে। প্রতিটি বাড়ি বাড়ি থেকে মাত্র ১ জন দিনে ১ বার প্রয়োজনে জিনিস বেরোতে পারবে ,সেটাও আবার স্পেশাল পাশ দেখিয়ে।

WHO

এদিকে দেশে স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী  গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৯৪৫৯ জন।গত ২৪ ঘন্টায় শুধু মহারাষ্ট্ৰেই আক্রান্ত হয়েছে ৫২৫৭ জন। দেশে সংক্রমণ যখন বেড়েই চলেছে ক্রমাগত তখন প্লাজমা থেরাপি নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো দিল্লি ও মহারাষ্ট্র। দিল্লিতে প্লাজমা ব্যাঙ্ক তৈরী করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান যে -আগামী ২ দিনের মধ্যে এই ব্যাঙ্ক চালু হয়ে যাবে।

Plasma Therapi

করোনাতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে যে সব মানুষ তাদের কাছে প্লাজমা দনে এগিয়ে আসার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্রে থেকে প্লাজমা থেরাপির ট্রায়াল শুরু হয়েছে। অন্যান্য রাজ্যেও প্লাজমা থেরাপি কার্যকরী করার কথা ভাবা হচ্ছে।

Highlights

১.  WHO জানাচ্ছে যে করোনা কমার্ কোনো লক্ষণ নেই। 

২.  বেজিংয়ে জুনের ২য়  সপ্তাহ থেকে এখনো অবদি ৩০০ -র বেশি মানুষের দেহে নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে। 

৩.  দিল্লিতে প্লাজমা ব্যাঙ্ক তৈরী করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

করোনা    #  WHO   #   দিল্লি    #  প্লাজমা থেরাপি 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন