Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনার বিষয়ে খারাপ খবর ! করোনা ভাইরাস এবার একটি মৌসুমি রোগে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সম্মিলিত রাষ্ট্রসংঘ। বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে সংস্থাটি এই বিষয়ে তথ্য জানিয়েছে। করোনার গতি প্রকৃতি নিয়ে ১ম বারের মতো একটি প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল।
প্রসঙ্গত সেই বিশেষ দলটি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ওপর আবহাওয়া ও পরিবেশের সম্ভাব্য প্রভাব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ওই রহস্য উদঘাটন করে। এরপর সংস্থাটি তাদের তৈরী প্রতিবেদনে জানিয়েছে, করোনা মৌসুমি রোগে রূপ নিতে পারে। কারণ মৌসুমি রোগ হয়ে ওঠার যথেষ্ট প্রমাণ তাদের কাছে রয়েছে। এমন কি এই মারণ করোনা ভাইরাস বহু বছর আগামী দিনেও মানব জাতিকে ভোগাবে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। ফলে সেটা সারা বিশ্বে চিন্তার কারণ হতে পারে।
আরো পড়ুন :- গ্যাস অম্বলের সমস্যায় ভোগেন ? মুক্তি পান এই ঘরোয়া উপায়ে।
সেই বিশেষজ্ঞ দলের কো-চেয়ারম্যান ও আমেরিকা যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেন জেইটচিক জানিয়েছেন, করোনা ভাইরাস রহস্য ময়। এই ভাইরাসটি অনেকবার তার ধরণ বদলেছে। গত গ্রীষ্মে যেমন বিভিন্ন দেশে ব্যপকভাবে ছড়িয়ে পড়ে তেমনি এই গ্রীষ্মেও যে ছড়াবে না তাও স্পষ্ট করে বলা যাচ্ছে না। বিশেষজ্ঞ দলটি জানিয়েছে, আবহাওয়া ও জলবায়ু পরিস্থিতির ওপর নির্ভর করে করোনার বিধি নিষেধ কঠোর বা শিথিল করা ঠিক হবে না। তাই সেটা নিয়ে আরো সতর্ক হতে হবে।
Highlights
1. করোনার বিষয়ে খারাপ খবর !
2. তাই সেটা নিয়ে আরো সতর্ক হতে হবে
#COVID #World