Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : করোনা অতিমারী কি আমাদের আর পিছু ছাড়বে না ? কিন্তু বর্তমানে বিষয়টি একেবারেই তেমন দাঁড়াচ্ছে না। কারণ ভারতে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এক্ষেত্রে প্রতিদিনই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই করোনা সংক্রমণ বৃদ্ধির ঘটনাকেই অনেকে চতুর্থ ঢেউ হিসাবে দেখছেন। এবার এই আশঙ্কাঘন পরিস্থিতির মধ্যে আবার মাথা চাড়া দিয়েছে নতুন এক সমস্যা। বিহারের স্বাস্থ্য দপ্তর আবার সেই রাজ্যে খুঁজে পেয়েছে ওমিক্রনের বিএ.১২ ভ্যারিয়েন্ট। এক্ষেত্রে বিএ.২ এর থেকেও ১০ গুণ দ্রুত গতিতে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে জানা যাচ্ছে।
এই ভ্যারিয়েন্ট প্রথমবার পাওয়া গিয়েছিল আমেরিকায়। এছাড়া দিল্লিতেও পাওয়া গিয়েছে এই ভ্যারিয়েন্ট। এই প্রসঙ্গে IGIMS-এর মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান নর্মতা কুমারী বলেন, করোনার এই বাড়বাড়ন্তের কথা মাথায় রেখেই এখন টেস্ট বাড়ছে। এমনকী করা হচ্ছে জিনোম সিকোয়েন্স। এক্ষেত্রে ১৩টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে একটিতে পাওয়া গিয়েছে বিএ.১২ (BA.12)।
বিএ.১২ হল ওমিক্রন পরিবারের ভাইরাস। এটা হল ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট। বিজ্ঞানীরা বলছেন, অত্যন্ত দ্রুত এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এক্ষেত্রে বিএ.২ এর তুলনায় এই ভ্যারিয়েন্ট প্রায় ১০ গুণ বেশি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এক্ষেত্রে ওমিক্রনের বিএ.২ অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আগে মনে করা হতো।
বিএ.১২ কতটা বিপজ্জনক ?
বিশেষজ্ঞরা বলছেন, এই সাব ভ্যারিয়েন্ট অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তবে এর থেকে হাসপাতালে ভর্তির আশঙ্কা কতটা, এই নিয়ে এখনও বলার সময় আসেনি। এছাড়া ভাইরাস এখানে কতটা দ্রুত ছড়িয়ে যেতে পারে, সেই বিষয়টা অবশ্যই নজরে রাখতে হবে।
চতুর্থ ঢেউয়ের কারণ কি বিএ.১২?
আমেরিকায় সমস্যা বাড়ানোর ক্ষেত্রে এই ভ্যারিয়েন্ট বিশাল ভূমিকা নিয়েছে। এক্ষেত্রে গত মাসে এই ভ্যারিয়েন্টই সেই দেশে আক্রান্তের সংখ্যা বাড়িয়েছে। এছাড়া এখন ভারত ছাড়াও অনেক দেশেও মিলছে এই ভাইরাস। এবার এই করোনা আতঙ্কের মধ্যমেই এরিক টুল বলেছেন, বিএ.১২-এর জন্য করোনার চতুর্থ ঢেউ আসতেই পারে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল