Bangla News Dunia : S. Datta Roy – করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ব্যক্তির দেহ থেকে প্লাজমা সংগ্রহহের কাজ আগেই শুরু হয়েছিল ,এবার কলকাতায় প্লাজমা থেরাপি অর্থাৎ করোনা আক্রান্তদের প্লাজমা দেওয়া শুরু হল। জানা যায় -বৃহস্পতিবার বেলেঘাটা আইডি হসপিটালে ২ জন করোনা রুগীর দেহে প্লাজমা দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী -গত ২৪ ঘন্টায় ৪৪০ জন নতুন করে আক্রান্ত হয়েছে আর ১০ জনের মৃত্যু হয়েছে ,রাজ্যে মোট ৪৪২ জন করোনাতে মারা গেছে । ৩ লাখের বেশি রাজ্যবাসীর সোয়াব নমুনা টেস্ট করা হয়েছে।
প্লাজমা এক্সচেঞ্জ যে করোনা চিকিৎসায় কার্যকরী ভূমিকা নিয়েছে একাধিক দেশ তার প্রমান। করোনা থেকে সুস্থ হওয়া কিছু মানুষ ইতিমধ্যেই নিজেদের প্লাজমা এ রাজ্যে দেন করেছেন। বৃহস্পতিবার থেকে রাজ্যে এন্টিবডি টেস্টও শুরু হয়ে গেছে। কলকাতার বাগবাজারে এই টেস্ট শুরু হয়। পুর সূত্রে খবর -প্রতি ওয়ার্ড থেকে ৪০ জনের রক্তের নমুনা নেওয়া হবে। তারপর চেন্নাইয়ের আইসিএমআর (ICMR) অনুমোদিত ল্যাবরেটরিতে সেই নমুনা পরীক্ষা করে দেখা হবে যে সেই ব্যক্তির শরীরে করোনার প্রতিষেধক এন্টিবডি আছে কিনা।
রাজ্য স্বাস্থ্য দপ্তর ও কলকাতা পুরসভা এই নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে। নবান্নের আরও দুই ড্রাইভারের শরীর সংক্রমণ ধরা পরে। কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব সব রাজ্যের মুখ্যসচিবদের সাথে ভিডিও কনফারেন্স বৈঠক করেন।
Highlights
১. বৃহস্পতিবার বেলেঘাটা আইডি হসপিটালে ২ জন করোনা রুগীর দেহে প্লাজমা দেওয়া হয়েছে।
২. প্রতি ওয়ার্ড থেকে ৪০ জনের রক্তের নমুনা নেওয়া হবে।
৩. ৩ লাখের বেশি রাজ্যবাসীর সোয়াব নমুনা টেস্ট করা হয়েছে।
# প্লাজমা থেরাপি # কলকাতা