করোনা আবহে বার্ড ফ্লু কতটা মারাত্বক ? উত্তর দিলেন AIIMS ডিরেক্টর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :-কয়েকদিন আগে বার্ড ফ্লু প্রাণ কেড়েছিল কিশোরের। প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি করোনার সংক্রমণের মধ্যেই নতুন আতঙ্ক বার্ড ফ্লু ? এবার প্রশ্নের জবাব দিলেন AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। তিনি জানিয়েছেন, একজন মানুষের থেকে অন্যর শরীরে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম। কিন্তু বাড়তি সাবধানতা অবলম্বন করার জন্য বার্ড ফ্লু আক্রান্তের সংস্পর্শে কারা এসেছিলেন তাঁদের দ্রুত আইসোলেশনে পাঠাতে হবে।

avilo home

গতকাল দিল্লির AIIMS-এ বার্ড ফ্লুতে মৃত্যু হয় ১১ বছরের এক কিশোরের। তার সংস্পর্শে আসা সমস্ত চিকিৎসাকর্মীদের আইসোলেশনে রাখা হয়েছে। AIIMS প্রধান রণদীপ গুলেরিয়া জানান, পাখিদের থেকে মানুষের দেহে বার্ড ফ্লু ছড়িয়ে পড়া অত্যন্ত বিরল। এই নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে পোলট্রিতে কর্মরত মানুষদের বাড়তি সতর্ক থাকার প্রয়োজন রয়েছে ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে বলে জানান তিনি।

অন্যদিকে AIIMS-এর চিকিৎসক ডা. নীরজ নিশ্চল জানান, মানুষের থেকে মানুষের মধ্যে বার্ড ফ্লু ছড়ানোর কোনও প্রমাণ পাওয়া যায়নি। সেরোসার্ভেতে উপসর্গহীন কোনও বার্ড ফ্লু আক্রান্ত ব্যক্তির হদিশ মেলেননি। গত জানুয়ারি মাসে একাধিক রাজ্যে বার্ড ফ্লু থাবা বসিয়েছিল। হিমাচল প্রদেশের কাঙরা জেলার পোঙড্যাম জলাধার থেকে ১৮০০ পরিযায়ী পাখির মৃতদেহ পাওয়া যায়। পোঙড্যামে প্রথম পাখির মৃতদেহ পাওয়া যায় হিমাচলের মাঝহার, বাথারি, সিহাল, জাহনলি, চাট্টা, ধামেতা, কুঠেরা অঞ্চলে।

সেখানে দেখা যায় বার্ড ফ্লুতে মৃত্যু হয়েছিল পরিযায়ী পাখিদের। শুধু হিমাচল প্রদেশ নয়, রাজস্থান, মধ্যপ্রদেশেও ছড়িয়েছিল বার্ড-ফ্লু আতঙ্ক। সেই সময় পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন এলাকাতে কিছু পায়রার মৃত্যুকে ঘিরে ছড়িয়েছিল ফের বার্ড ফ্লু আতঙ্ক। এবার বার্ড ফ্লুতে কিশোরের মৃত্যুর ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন