Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- এবার মহামারী করোনার থাবা এবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের অফিসে। সর্বভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের ২৮ জন কর্মী একসাথে করোনা আক্রান্ত। তার ফলে জি নিউজের অফিস, ষ্টুডিও এবং নিউজরুম সিল করা হল। এই খবর প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যে।
গত সোমবার জি নিউজের এডিটর-ইন-চিফ সুধীর চৌধুরি বিবৃতিতে জানিয়েছেন , বিশ্বব্যাপী সংক্রামিত মহামারি করোনা এবার জি মিডিয়ার জন্যেও খারাপ খবর নিয়ে এল। গত শুক্রবার তাদের একজন সহকর্মী করোনা আক্রান্ত হওয়ার পর ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল , ওই মিডিয়া কর্মীর সংস্পর্শে আসা প্রত্যেক কর্মীর করোনা পরীক্ষা করে দেখার। দেখা গেল, করোনা পজিটিভ ২৮ জন কর্মী।
প্রসঙ্গত তাঁদের প্রত্যেকেরই সামান্য উপসর্গ দেখা গিয়েছে। তবে তাঁদের সবার শারীরিক অবস্থা ভাল রয়েছে। দ্রুত আরোগ্য লাভ করুক তাঁরা। তিনি আরও জানিয়েছেন, তারা যথাসাধ্য চেষ্টা করছে সংক্রমণের চেন ভাঙার। তাই সমস্ত স্বাস্থ্যবিধি মেনে যা যা করণীয় তাই করা হচ্ছে ম্যানেজমেন্টের তরফে। সূত্র মারফত জানা গিয়েছে, জীবাণুমুক্তকরণের জন্য জি নিউজের অফিস, নিউজরুম এবং স্টুডিও বন্ধ করা হয়েছে।
সংস্থার আরও অনেক কর্মীর করোনা পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। এই মূহূর্তে জি মিডিয়ায় কর্মরত প্রায় ২,৫০০ কর্মী। বেসরকারি ক্ষেত্রের জন্য এই সংখ্যাটা অনেক। তবে প্রত্যেকের সুরক্ষার জন্য সবরকম প্রস্তুতি ও পদক্ষেপ নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে।
Highlights
- করোনা পজিটিভ ২৮ জন কর্মী
- তার ফলে জি নিউজের অফিস, ষ্টুডিও এবং নিউজরুম সিল করা হল
- সংস্থার আরও অনেক কর্মীর করোনা পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে
- জীবাণুমুক্তকরণের জন্য জি নিউজের অফিস, নিউজরুম এবং স্টুডিও বন্ধ করা হয়েছে
# Corona # Z media # News