করোনা পরীক্ষায় পশ্চিমবঙ্গ ৪ লাখের গন্ডি অতিক্রম করলো

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   পশ্চিমবঙ্গ এবার কোভিদ টেস্টে ৪ লাখের গন্ডি অতিক্রম করলো। স্বাস্থ্য দপ্তরের দেওয়া বুলেটিন থেকে জানা যায় – এখন অবদি মোট ৪০১৪৯১ টি টেস্ট হয়েছে। সারা দেশের মধ্যে মোট টেস্ট সংখ্যার বিচারে বর্তমানে পশ্চিমবঙ্গ ষষ্ঠস্থানে। গত ২৪ ঘন্টায় ৪১৪ জনের শরীরে কোবিদ পজিটিভ হয়েছে। মে মাসের শুরুতেও রাজ্যের ১৬ টি ল্যাবরেটরিতে দিনে ২৫০০ -র বেশি টেস্ট করা সম্ভব ছিল না ।

করোনা

৩১ মে ২ লাখের কিছু বেশি টেস্ট করতে পেরেছে বাংলা। ফলে পার মিলিয়ন টেস্টের সংখ্যা বেড়ে হয় ২৩০০। স্বাস্থ্য ভবনের এক আধিকারিক জানান -গত ৩ সপ্তাহে ল্যাবের সংখ্যা বেড়ে ৪৯ টি। পরিকাঠামোজনিত উন্নতির ফলে গত ফেব্রুয়ারী থেকে মে মাস অবদি রাজ্যে যত কোভিদ টেস্ট হয়েছিল মাত্র গত ৩ সপ্তাহেই সেই একই সংখ্যায় টেস্ট হয়েছে। স্বাস্থ্য কর্তাদের বক্তব্য -এর ফলে প্রতিদিন আরও বেশি সংখ্যায় করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে।

WB

যত মানুষের শরীরে সংক্রমণ ধরা পড়বে তত বেশি মানুষের ওপর নজর রাখা যাবে। ফলে সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানো যাবে। বর্তমানে পার মিলিয়ন টেস্ট দিল্লিতে ১৮,৫২১ এবং গুজরাট ৪৯২৮।

Highlights

১.  করোনা পরীক্ষায় ৪ লাখের গন্ডি টপকালো বাংলা।

২.  বেশি সংখ্যায় টেস্ট হলেই একমাত্র সংক্রমণ ঠেকানো যাবে।  

# কোভিদ টেস্ট    #  পশ্চিমবঙ্গ 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন