Bangla News Dunia , S. Datta Roy :- করোনা সংক্রমণকে মোকাবিলা করার জন্য গোটা বিশ্ব জুড়ে চলছে নিরন্তর গবেষণা। বিশ্বের বহু দেশ করোনা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টায় মগ্ন। নিউক্লিক এসিড টেস্ট করে দেখা হয় যে টিবির জীবাণুটি সাধারণ নাকি ওষুধ প্রতিরোধী। বিশেষজ্ঞরা জানাচ্ছে টিবির জীবাণু যে পরীক্ষার দ্বারা বিশ্লেষণ করা হয় সেই পরীক্ষা করে করোনা ভাইরাসের জিনও বিশ্লেষণ করা সম্ভব। তাই রাজ্যের সিদ্ধান্ত প্রথাগত আরটি -পিসিআর পরীক্ষার দ্বারা যেভাবে করোনা টেস্ট চলছে সেটা চলবে পাশাপাশি এই ন্যাট পরীক্ষাও করা হবে।
আরো পড়ুন :- গোটা বিশ্বের একটাই দাবী কোবিদ-১৯ এর প্রতিষেধকের দাম যেন সাধারণ মানুষের সাধ্যের মধ্যে হয়
এই ন্যাট টেস্ট মোটামুটি সব হসপিটালেই করা সম্ভব। স্বাস্থ্যভবন প্রথম বারে ১৩ টি ল্যাবে ৯৫০০ কিট পাঠানোর ব্যবস্থা করেছে। বর্তমানে রাজ্যে প্রচুর সংখ্যায় কোভিদ টেস্ট হচ্ছে। রবিবার রাজ্যে করোনা টেস্ট হয়েছে ৪০৪৬ টি। কেন্দ্রীয় অনুমতি পেয়ে ৩০ এপ্রিল ও ১ মে থেকে ২টো প্রাইভেট ল্যাবরেটরি সিবি -ন্যাট টেস্ট করছে। বর্ধমান মেডিকেল কলেজেও এই পরীক্ষা শুরু হয়েছে।
আরো পড়ুন :- রেমডিসিভির প্রয়োগ শুরু হল আমেরিকায়
ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজ ,পুরুলিয়া মেডিকেল ,এনআরএস (NRS) ,আরজিকর ,ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ ,রামপুরহাট মেডিকেল, ঝাড়গ্রাম ,আসানসোল এবং উলুবেড়িয়ার হাসপাতালও সিবি -ন্যাট পরীক্ষার অনুমোদন পেয়েছে। কলকাতা মেডিকেল কলেজের একজন চিকিৎসক জানান ট্রু ন্যাট পরীক্ষায় যাদের পজিটিভ রিপোর্ট আসবে শুধুমাত্র তাদেরই সিবি -ন্যাট বা আরটিপিসিআর (RTPCR) টেস্ট করে করোনা ভাইরাস কনফার্ম করতে করতে হবে।
Highlights
- বিশেষজ্ঞরা জানাচ্ছে টিবির জীবাণু যে পরীক্ষার দ্বারা বিশ্লেষণ করা হয় সেই পরীক্ষা করে করোনা ভাইরাসের জিনও বিশ্লেষণ করা সম্ভব।
- কেন্দ্রীয় অনুমতি পেয়ে ৩০ এপ্রিল ও ১ মে থেকে ২টো প্রাইভেট ল্যাবরেটরি সিবি -ন্যাট টেস্ট করছে।
- কলকাতা মেডিকেল কলেজ, এনআরএস (NRS) ,আরজিকর হাসপাতালও সিবি -ন্যাট পরীক্ষার অনুমোদন পেয়েছে।