করোনা মুক্ত বিজেপি-র চানক্য , অবশেষে স্বস্তি গেরুয়া শিবিরে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনা মুক্ত বিজেপি-র চানক্য । অবশেষে করোনা মুক্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বিকেলে একটি টুইট পোষ্টের মাধ্যমে সে কথা নিজেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। করোনা মুক্তির পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। নিয়ম মতো এবার কিছুদিন বাড়িতেই হোম আইসোলেশনে থাকতে হবে তাকে। এদিন সুস্থতা লাভ করে তিনি হাসপাতালের প্রতিটি স্বাস্থ্য কর্মীকে তার সুস্থতার জন্য ধন্যবাদ প্রদান করেছেন। ধন্যবাদ দিয়েছেন অগণিত ভক্ত ও সমর্থকদের।

উল্লেখ্য, গত ২রা আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। শরীরে বেশ কিছুদিন ধরে উপসর্গ থাকায় করোনা টেস্ট করেছিলেন তিনি। টেস্ট রিপোর্ট মিলতেই চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন তিনি। এই কদিন তিনি গুরু গ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সুস্থতার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলল রাজনৈতিক মহল।

করোনা

১৪ই আগস্ট বিকেল পাঁচটার দিকে নিজের সুস্থতার খবর প্রচার করে টুইট পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, “মেদান্ত হাসপাতালের প্রতিটি ডাক্তার এবং প্যারামেডিকেল স্টাফকে ধন্যবাদ। করোনা মোকাবিলায় তারা বরাবর আমার পাশে থেকেছেন এবং আমার চিকিৎসা করেছেন”। পাশাপাশি এ কদিন যেসব শুভাকাঙ্খীরা অনবরত তার সুস্থতা প্রার্থনা করে এসেছেন তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কিছুদিন হোম আইসোলেশনে থাকতে হবে তাকে। আগামীদিনে ফের উনি কর্মকান্ডে ফিরে আসবেন। যোগ দেবেন দলের ও সরকারের নানা কর্মসূচিতে। অমিত শাহর করোনা মুক্ত হওয়ার খবরে খুশি সারা দেশ।

Highlights

1. করোনা মুক্ত বিজেপি-র চানক্য

2. অমিত শাহর করোনা মুক্ত হওয়ার খবরে খুশি সারা দেশ

#অমিত শাহ #Health

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন