করোনা সংক্রমনের মধ্যে নয়া আতঙ্ক ! কি সেটি ? জেনে নিন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনা আতঙ্কে কাঁটা গোটা বিশ্ব। তার মধ্যেও ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো, গ্রিন ফাঙ্গাসের ধাক্কায় জেরবার প্রায় সকলে। এবার আতঙ্কের তালিকায় রেক্টাল ব্লিডিং। ইতিমধ্যেই দিল্লিতে ৫ জন করোনা রোগীর শরীরে রেক্টাল ব্লিডিং ভাইরাসের খোঁজ মিলেছে। একজনের প্রাণ হানিও হয়েছে। যা রীতি মত চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।avilo home

রেক্টাল ব্লিডিং সাইটো মেগ্যালো ভাইরাস নামেও পরিচিত। বিশেষজ্ঞদের মতে, ৮০ থেকে ৯০ শতাংশ ভারতীয়র শরীরে ‘ঘুমন্ত’ অবস্থায় ভাইরাসটি থাকে। উপসর্গও বিশেষ দেখা যায় না। করোনার ধাক্কার মাঝে কার্যত প্রাণঘাতী হয়ে উঠছে ভাইরাসটি। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভরতি থাকা পাঁচ কোভিড রোগীর ক্ষেত্রেও একই কাণ্ড ঘটেছে বলেই মনে করা হচ্ছে। যা চিন্তার কারণ।

উপসর্গ — মলের সঙ্গে রক্তপাত , তলপেটে ব্যথা
, ক্লান্তি , গ্ল্যান্ড ফোলা , জ্বর , মাংসপেশীতে ব্যথা, মাথা যন্ত্রণা , শ্বাসকষ্ট , শুকনো কাশি।

corona1

যারা সদ্য করোনা থেকে সেরে উঠেছেন, তাঁরা এই রোগে আক্রান্ত হতে পারেন। কারণ, করোনা জয়ীদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তলানিতে চলে যায়। সদ্যোজাতরাও এই রোগে আক্রান্ত হতে পারে।

তাই চিকিৎসকদের মতে, করোনা সেরে যাওয়ার পর তল পেটে ব্যথা কিংবা মলের সঙ্গে রক্ত পাতের মতো উপসর্গ দেখা দিলেই সাবধান হোন। দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “

বিশেষ বিজ্ঞপ্তি :- সারা দেশে করোনা সংক্রমন নিম্নমুখী। এই অবস্থায় বেশি করে সচেতন হোন। মাস্ক পড়ুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজের সময় এলে ভ্যাকসিন নিন। 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন