কলকাতা মেডিকেল কলেজে শুরু হল প্লাজমা থেরাপি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , S. Datta Roy  :-   এবার করোনা চিকিৎসায় কলকাতা মেডিকেল কলেজে শুরু হল প্লাজমা থেরাপি। আগামী সপ্তাহেই ২ জন করোনা আক্রান্ত রুগীকে প্লাজমা দেওয়া হবে। এখন প্রথম ষ্টেপের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। যেসব রোগীরা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে তাদের শরীরে যে এন্টিবডি তৈরী হয়েছে সেটা অন্য করোনা আক্রান্ত রুগীর শরীরে দিলে তবে সেও সুস্থ হয়ে যাবে।

Calcutta  Medical  College

 

মহানগরে প্রথম কলকাতা মেডিকেল কলেজেই এই চিকিৎসা শুরু হল। কলকাতা মেডিকেল কলেজের ইমিউনো হেমাটোলোজি ব্লাড ট্রান্সফিউশন ডিপার্টমেন্টে এই কাজ চলছে। হসপিটাল সূত্রের খবর -গত বুধবার হাবড়ার একজন করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রুগীর থেকে তার প্লাজমা নেওয়া হয়েছে।

Corona

 

তবে বলা ভালো যে -শুধু করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রুগীর শরীরের প্লাজমা হলেই কাজ হবে না ,প্লাজমা নেওয়ার আগে দেখতে হবে যে তার শরীরে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য এন্টিবডি তৈরী হয়েছে কিনা ? এন্টিবডি তৈরী হলে তবেই হবে। করোনা সুস্থ ওই ব্যক্তির দেহ থেকে ৪১০ মিলিগ্রাম প্লাজমা নেওয়া হয়েছে। বেলেঘাটা আইডির ২ জন করোনা আক্রান্ত রুগীকে সামনের সপ্তাহে এই প্লাজমা দেওয়া হবে।

Highlights

১.  করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি শুরু হল কলকাতা মেডিকেল কলেজে। 

২.  কলেজের ইমিউনো হেমাটোলোজি ব্লাড ট্রান্সফিউশন ডিপার্টমেন্টে এই কাজ চলছে। 

৩.  করোনা সুস্থ ওই ব্যক্তির দেহ থেকে ৪১০ মিলিগ্রাম প্লাজমা নেওয়া হয়েছে।

করোনা   #  কলকাতা মেডিকেল কলেজ      #  প্লাজমা থেরাপি 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন