Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : করোনা নিয়ে গোটা বিশ্ব আতঙ্কে। আবার রক্তচাপ আরও বাড়িয়ে দিল ওমিক্রন স্ট্রেন। এই স্ট্রেন সারা বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীদের মাথায় দুশ্চিন্তা বয়ে এনেছে। কারণ এই স্ট্রেনে মিলিছে মিউটেশন। ভাইরাসের স্পাইক প্রোটিনেই ঘটেছে আসল পরিবর্তন।দুশ্চিন্তার মেঘ ঘনিভূত হচ্ছে। এই স্ট্রেনের খোঁজ মিললেও বর্তমানে ভারতেও এই ভাইরাসের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। দেশের স্বাস্থ্য ব্যবস্থাও এই নতুন স্ট্রেন নিয়ে চিন্তায় রয়েছে। সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়েছে আতঙ্ক। বিশেষজ্ঞদের মতে, আতঙ্কের বদলে সাবধানতা নিতে হবে।
আফ্রিকার যেই চিকিৎসক এই রোগের সঙ্গে লড়াই করেছিলেন তাঁর কথায়, আগের করোনা ভাইরাসের সঙ্গে ওমিক্রনের উপসর্গের তফাত রয়েছে। এতটাই নতুন যে এই নিয়ে বেশি কিছু বলাই সম্ভব নয়। বিজ্ঞানীদের মতে, সকলের মৃদু উপসর্গই দেখা গিয়েছে। দেশে ওমিক্রনে আক্রান্ত রোগীর ছিল গলা ব্যথা ও দুর্বলতা। পাশাপাশি অনেকের গায়ে ব্যথাও থাকছে। সঙ্গে জ্বর থাকাও স্বাভাবিক।
ওমিক্রন নিয়ে এতদিন যত গবেষণা হয়েছে তাতে দেখা গেছে এই ভাইরাস একটু বেশি সংক্রামক। মারণ ক্ষমতা তেমন নেই বলেই জানা যাচ্ছে। টিকা কাজ করবে। তাই যাঁরা টিকা নেননি তাঁরাই পড়তে পারেন সমস্যায়। তাই টিকা নেওয়া মাস্ট।লক্ষণ সেই করোনার মতো। রোগের খুব বেশি তীব্রতা দেখা যাচ্ছে না। তাই অতটা সমস্যা হবে না বলেই মনে হয়।
লক্ষণ বলতে গলা ব্যথা, গায়ে ব্যথা, দুর্বলতা, জ্বর, হাঁচি, কাশি, সর্দি- যাই থাকুক না কেন করোনা টেস্ট করান। ওমিক্রনকেও এই পদ্ধতিতেই চিনতে হবে। রোগ ধরা পড়লে আইসোলেশন। সবথেকে বড় কথা মানুষকেও সেই পুরনো করোনাবিধি মানতে হবে। মাস্ক পরুন, হাত ধুয়ে নিন, স্যানিটাইজার ব্যবহার করা যাবে। তবেই ভালো থাকা যাবে। অযথা আতঙ্কগ্রস্ত হবেন না। সাবধান থাকুন।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল