কি কি উপসর্গ দেখা যাচ্ছে Omicron আক্রান্তদের ? দেখুন একনজরে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : দ্রুত বাড়বে ‘ওমিক্রন’, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। বর্তমানে করোনার যত ভ্যারিয়ান্ট পাওয়া যাচ্ছে, তার অন্তত ৮০ শতাংশ ‘ওমিক্রন’। আপনি যে ‘ওমিক্রন’ আক্রান্ত তা বুঝবেন কীভাবে ? WHO-র মত অনুযায়ী, ‘ওমিক্রন’ ভ্যারিয়ান্টের নিজস্ব বৈশিষ্ট্য আছে। আক্রান্ত ব্যক্তি প্রাথমিক ইঙ্গিত পেতে পারেন। তবে যথেষ্ট নয়, WHO-র মতে, জিনোম সিকোয়েন্সিংই শেষ কথা।

আক্রান্তের কী সেই উপসর্গ, যা দেখে বোঝা যাবে আপনি করোনার নয়া স্ট্রেন ‘ওমিক্রন’ আক্রান্ত। বিশেষজ্ঞদের মতে উপসর্গ গুলি হল —–

হঠাৎ গলার স্বর বদলে যাওয়া  , গলা ব্যথা , ভীষণ ক্লান্তিভাব , অবসাদ , গাঁটে ব্যথা , ঠান্ডা লেগে যাওয়া , শুকনো কাশি , মাথা যন্ত্রণা

তবে ‘ওমিক্রন’ আক্রান্তদের স্বাদ এবং গন্ধের অনুভূতির বদল হয় না। সর্দিতে নাক যদি ভিজে যায় তবে ‘ওমিক্রন’ সংক্রমণের তেমন ভয় নেই। শুকনো কাশি এবং স্বরভঙ্গ হলে দেরি করবেন না, কোভিড পরীক্ষা করান। কোভিড রিপোর্ট পজিটিভ হলে দেরি না করে স্বাস্থ্যদপ্তর থেকে সরাসরি নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হবে।

‘ওমিক্রন’ নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না রাজ্য স্বাস্থ্য দপ্তর। এম আর বাঙ্গুর হাসপাতালকে আবারও কোভিড হাসপাতাল হিসাবে চিহ্নিত করা হয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরকে একযোগে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলা হয়েছে। সংক্রমণ ঠেকাতে পরতে হবে মাস্ক। মানতে হবে শারীরিক দূরত্ব বিধি। দ্রুত হারে টিকা দান করতে হবে। চলছে বুস্টার ডোজের প্রস্তুতি।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

মাস্ক ব্যবহার করুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন