Bangla News Dunia, সমরেশ দাস :- এটা নাকি সত্যি যে প্রতি ১০০ বছরে আসে এক মহামারী যাতে জাতি ধর্ম দেশ বিদেশ নির্বিশেষে সব শেষ হয়ে যায় । লক্ষ্য লক্ষ্য মানুষ প্রাণ হারান । আজকে বিংশ শতাব্দীতে এসে আমরা এত উন্নত হয়েও সেই মহামারী কে ঠেকাতে সক্ষম হচ্ছি না । তাই গবেষকরা বারবার ১০০ বছর আগেকার স্প্যানিশ ফ্লু তথ্য ঘেটে চলেছেন ।
আরো পড়ুন :- দেশে নতুন বিপদের আশঙ্কা সোয়াইন ফিভার থেকে
কিন্তু কিছুতেই কোনো মিল তারা খুঁজে পাচ্ছেন না , সেখানে ছিল তরুণদের মৃত্যুর হার বেশি আর করোনাতে সেটা হচ্ছে বৃদ্ধর হার বেশি । আজ কোরোনাকে ঠেকাতে গিয়ে তখনকার ফাইল ঘেটে কিছুতেই মিল পাওয়া যাচ্ছে না । সেই মহামারীর নাম স্প্যানিশ ফ্লু ।
প্রথম বিশ্ব যুদ্ধের পর ১৯১৮ সালে এই মারণ রোগ শুরু হয় এবং ৫ কোটিরও বেশি মানুষ এই রোগে প্রাণ হারান । এমনিতে এই রোগের জন্ম উত্তর আমেরিকায়। কিন্তু বিশ্বযুদ্ধের আবহে ভাইরাস সংক্রান্ত খবরে বিধিনিষেধ জারি করে বিভিন্ন দেশ। ব্যতিক্রম ছিল স্পেন। সেসময় স্পেনের সংবাদমাধ্যমে এই রোগের খবর ফলাও করে প্রচারিত হয়। তার থেকেই এই ভাইরাসের নাম স্প্যানিশ ফ্লু ।
গবেষকদের একাংশের দাবি, করোনা ও স্প্যানিশ ফ্লুয়ের মধ্যে মিলের চেয়ে অমিলই বেশি, ২ ভাইরাসই মানুষের শ্বাসযন্ত্রে আক্রমণ করে ৷ করোনা ও স্প্যানিশ ফ্লুয়ের মধ্যে এর থেকে বেশি মিল নেই ৷ করোনায় মৃতদের মধ্যে ১৮ শতাংশই ৮০ বছরের ঊর্ধ্বে ৷ করোনায় ৫০ বছরের নীচে মৃতের সংখ্যা ১ শতাংশেরও কম ৷ স্প্যানিশ ফ্লুতে মৃতদের মধ্যে বেশিরভাগেরই বয়স ২৫-৪০ এর মধ্যে৷ মৃতের তালিকায় ৬৫ ঊর্ধ্বরা তুলনামূলকভাবে কম ৷
Highlights
- সেই মহামারীর নাম স্প্যানিশ ফ্লু
- প্রথম বিশ্ব যুদ্ধের পর ১৯১৮ সালে এই মারণ রোগ শুরু হয় এবং ৫ কোটিরও বেশি মানুষ এই রোগে প্রাণ হারান
- গবেষকদের একাংশের দাবি, করোনা ও স্প্যানিশ ফ্লুয়ের মধ্যে মিলের চেয়ে অমিলই বেশি, ২ ভাইরাসই মানুষের শ্বাসযন্ত্রে আক্রমণ করে