কি ভাবে ব্ল্যাক ফাঙ্গাস রোধ করবেন ! দেখুন মুক্তির উপায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনা রোগীদের ব্ল্যাক ফাঙ্গাসেও আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে দেশ জুড়ে। পশ্চিমবঙ্গে আরও বেশ কয়েকজনের খোঁজ মিলেছে। করোনা রোগীদের মধ্যে এই রোগে আক্রান্ত হতে পারেন বলে জানাচ্ছেন চিকিৎসকরা। ব্ল্যাক ফাঙ্গাস রোধে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে দেশ জুড়ে। এই রোগ সংক্রান্ত নির্দেশিকাও রাজ্য গুলিকে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

সারা ভারতেই ক্রমে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের পরিমাণ। তবে এই জাতীয় ছত্রাকের সংক্রমণ থেকে বাঁচতে সবারই কিছু সাধারণ নিয়ম মনে চলা উচিত। এমনটাই মনে করছেন চিকিৎসকেরা। তিন রকমের কাজ মেনে চললে সহজেই এর হাত থেকে মুক্তি পাওয়া যায়। মুখের ভিতরে স্বাস্থ্যরক্ষা করতে হবে। যাঁরা নিয়মিত স্টেরয়েড নিতে বাধ্য হন, ক্যানসারে আক্রান্ত বা ডায়াবিটিস আছে— তাঁদের সমস্যা বেশি। এগুলি মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করে, তাই মুখের স্বাস্থ্যকরতা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ।

কালো ছত্রাকের লক্ষণগুলি সম্পর্কে প্রত্যেকেরই জানা উচিত। জিহ্বা এবং মাড়ির বিবর্ণতা , মুখে ফোলাভাব, নাক থেকে রক্তপাত, চোখের নিচে ফুলে যাওয়া, অস্থিরতা, জ্বর, মাথাব্যথা এর লক্ষণ।

কালো ছত্রাকের সংক্রমণ থেকে বাঁচতে টিপস —

১. দিনে ২ বার ভালো করে ব্রাশ করতে হবে। করোনা সংক্রমণের পর একই টুথব্রাশ ব্যবহার করা যাবে না।

২. নিয়মিত জিভ পরিষ্কার রাখা দরকার। জিভ পরিস্কারের জন্য বাজারে প্ল্যাস্টিকের পাত পাওয়া যায়।

” এই সংক্রান্ত আরও খবর পেতে ফলো করুন আমাদের “

৩. দিনে অন্তত ২ বার মাউথওয়াশ দিয়ে কুলকুচি করে মুখের ভিতর পরিষ্কার করতে হবে।

৪. মুখের ভিতরটি যাতে শুকিয়ে না যায়, সে দিকে খেয়াল রাখতে হবে।

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- আমাদের চোখ রাঙালে গুড়িয়ে দেব ! মুসলিম বিশ্বকে হুশিয়ারি ইসরায়েলের

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন