কী করে বুঝবেন শরীরে Black fungus বাসা বেঁধেছে ? তখন কি করণীয় ? জেনে রাখুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- AIIMS  black fungus সংক্রান্ত নতুন গাইডলাইন জারি করেছে। বিরল ছত্রাকজনিত রোগ হিসাবে পরিচিত। মূলত, করোনা রোগীদের শরীরেই বাসা বেঁধেছে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগী যাঁদের শরীরে স্টেরয়েড প্রয়োগের মাত্রা বেশি রয়েছে, সেই সমস্ত রোগীদের সংক্রমণ ধরা পড়ার ঝুঁকি বেশি থাকে।

কাদের আশঙ্কা সবচেয়ে বেশি?

১. অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের জন্য অতিমাত্রায়  স্টেরয়েড নেওয়া আক্রান্ত রোগীদের সংক্রমণের ঝুঁকি বেশি থাকে।

২. যাঁদের শরীরে anticancer-র চিকিৎসা চলছে।

৩. দীর্ঘ দিন ধরে steroid  নেওয়া রোগীদের ঝুঁকি থাকে।

৪. গুরুতর কোভিড রোগী যাঁরা অক্সিজেন সাপোর্টে রয়েছেন।

কী করবে বুঝবেন black fungus বাসা বেঁধেছে ?

১. অস্বাভাবিক কালো স্রাব বা নাক থেকে রক্ত বের হওয়া।

২. মাথাব্যথা বা চোখে ব্যথা, চোখের চারপাশে ফোলাভাব,  দৃষ্টিতে সমস্যা, চোখে লালভাব,  চোখ বন্ধ করতে অসুবিধা হওয়া, চোখ খোলার অক্ষমতা।

৩. মুখের অসাড়তা

৪. মুখ খোলার সমস্যা।

৫. মুখের ফোলাভাব  রয়েছে কিনা খেয়াল করুন।

দাঁত আলগা হচ্ছে কিনা দেখুন, মুখ, তালু, দাঁত বা নাকের ভিতরে টর্চলাইট ব্যবহার করে মৌখিক এবং অনুনাসিক পরীক্ষা করুন। কিছু অন্যরকম বোধ হচ্ছে কিনা সেদিকে নজর দিন।

এই লক্ষণ গুলো ধরা পড়লে কী করবেন? 

ভয় করবেন না। শরীরে অক্সিজেনের অভাব বুক ধরফর করা থেকে শুরু করে শরীরিক অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে। লক্ষণ গুলি ধরা পড়লে সঙ্গে সঙ্গে  ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।

এই সংক্রান্ত আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

নিজের থেকে কোনও অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড ও অ্যান্টিফাঙ্গাল ওষুধ খাওয়া যাবে না। এই রোগ থেকে সুস্থ হতে সময় লাগে কিন্তু ভয়ের কিছু নেই।

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন।

আরো পড়ুন :- এক ডোজেই কাবু করোনা ! ভারতে তৈরি হবে ৮৫ কোটি ভ্যাকসিন , বিরাট ঘোষণা রাশিয়ার

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন