Bangla News Dunia : S. Datta Roy – করোনার সংক্রমণ মানব মস্তিষ্কেও হানা দিচ্ছে যার ফলে স্বাদ -গন্ধও ভুলে যাচ্ছে মানুষ। শুধু তাই -ই নয় আমেরিকার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় জানা গেছে -করোনা সংক্রমণের জেরে খিঁচুনি ও স্ট্রোকের মতো উপসর্গও দেখা দিতে পারে। বর্তমানে দেখা যাচ্ছে -স্ট্রোকে আক্রান্তের চিকিৎসা করতে গিয়ে কোভিদ পজিটিভ পাওয়া যাচ্ছে। বাইপাসের একটি প্রাইভেট হসপিটালে ৪৭ বছরের এক ব্যক্তি স্ট্রোকের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছিলেন ,তারপর তার কোভিদ টেস্ট হওয়ায় ধরা পরে যে তিনি করোনাতে আক্রান্ত।
বিশেষজ্ঞদের মতে -করোনা ভাইরাসের জেরেই স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন অনেকে। তাই এখন স্ট্রোক কেও করোনার উপসর্গ বলে ধরা হচ্ছে। ডিসান কোভিদ হসপিটালের বিশেষজ্ঞ পারমিতা ত্রিবেদী জানাচ্ছেন -রক্তনালিতে থ্রম্বাস তৈরী করেছে করোনা ভাইরাস ,মস্তিষ্কে যখন রক্ত জমাট বাঁধছে তখনই স্ট্রোক হচ্ছে ,পরে করলে করোনা ধরা পড়ছে।
ইতিমধ্যেই আন্তর্জাতিক একাধিক পাবলিকেশনে প্রমাণিত যে করোনার জন্য স্নায়ুরোগ দেখা দিতে পারে। দিল্লির এইমসেও করোনার পরিচিত লক্ষণের পরিবর্তে স্ট্রোকের মত লক্ষণ নিয়ে আসছে রুগীরা। রুগীর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে থাকলে করোনা আবহে তাড়াতাড়ি অপারেশন করাও সম্ভব হচ্ছে না। আর অপারেশন করেও খুব যে লাভ হবে তেমন নয় ,কারণ করোনা পুনরায় ক্লট বাঁধতে পারে।
সোমবার দেশের মোট আক্রান্তের মধ্যে ৫১ % সুস্থ। কন্টেনমেন্ট জোন গুলিতে আরটিপিসিআর পরীক্ষার পরিবর্তে এন্টিজেন নির্ণায়ক পরীক্ষা পদ্ধতি অবলম্বন করবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ,ফল জানা যাবে ১৫-৩০ মিনিটের মধ্যে। সংখ্যাতত্ত্বে করোনা সুস্থতায় সারা দেশে সাফল্য এসেছে। আইসিএমআর জানিয়েছে -দেশে এই অবদি পোনে ৫৮ লাখ টেস্ট হয়েছে।
Highlights
১. করোনা ভাইরাসের জেরেই স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন অনেকে।।
২. রুগীর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে থাকলে করোনা আবহে তাড়াতাড়ি অপারেশন করাও সম্ভব হচ্ছে না।
৩. সংখ্যাতত্ত্বে করোনা সুস্থতায় সারা দেশে সাফল্য এসেছে।
# করোনার উপসর্গ # স্ট্রোক # ভারত # চিকিৎসা