খাওয়ার পরে সেই প্লেটেই হাত ধুয়ে নেন? নিজের চরম বিপদ ডেকে আনছেন, বিস্তারিত আলোচনা করা হলো

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- খাওয়ার পরে প্লেটেই হাত ধুয়ে নিতে অনেককেই দেখা যায়। এর প্রধান কারণ মূলত আলস্য। আবার উঠে গিয়ে হাত ধোওয়ার থেকে প্লেটেই হাত ধোওয়ার অভ্যেস অনেকেরই থাকে। কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এই অভ্যেস আমাদের জীবনে নেগেটিভ এনার্জিকে ডেকে আনে। ধীরে ধীরে এই নেগেটিভ এনার্জির কারণে আমাদের নানা বিপদের মুখে পড়তে হয়। তাই ভুলেও খাওয়ার পর ওই প্লেটেই হাত ধোবেন না। জেনে নিন খাওয়া সংক্রান্ত কী কী বিধির উল্লেখ আছে বাস্তুশাস্ত্রে।

প্লেটে হাত ধোবেন না

খাওয়ার পর যে কাজ কখনোই করবেন না, তা হল ওই প্লেটেই হাত ধুয়ে নেওয়া। বাস্তু অনুসারে এর ফলে রুষ্ট হন মা অন্নপূর্ণা। এই কাজ বারবার করলে আপনি যেমন আর্থিক ক্ষতির মুখে পড়বেন, তেমনই অসুখেও ভুগতে পারেন। এই অভ্যেস যাদের থাকে, তাদের সংসার থেকে বিদায় নেন লক্ষ্মী।

আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো? 

বিছানায় বসে খাবেন না

আমরা অনেকেই টিভি দেখতে দেখতে বা গল্প করতে করতে বিছানায় বসেই খেয়ে নিই। এই বদভ্যাস আমাদের জীবনে নেগেটিভ এনার্জি ডেকে আনে। বাস্তু অনুসারে কখনোই বিছানায় বসে খাওয়া উচিত নয়। এই অভ্যেসের ফলে শরীরে অসুখ-বিসুখ বাসা বাঁধে এবং আর্থিক সংকট দেখা দেয়।

তিনটে রুটি দেবেন না

কাউকে খেতে দেওয়ার সময় কখনোই প্লেটে একসঙ্গে তিনটি রুটি দেবেন না। যদি কেউ তিনটি রুটি খান, তাহলে তাকে প্রথমে দুটো রুটি দিয়ে, পরে আরও একটা রুটি দিন। প্লেটে একসঙ্গে তিনটে রুটি দেওয়া বাস্তুমতে অশুভ।

প্লেট ধুয়ে খেতে দিন

কাউকে খেতে দেওয়ার আগে অবশ্যই প্লেট ভালো করে ধুয়ে মুছে নিন। প্লেটে যেন জল লেগে না থাকে। না হলে আপনার জীবনে নানা রকম সমস্যা দেখা দেবে। প্লেট ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে তবেই খেতে দিন।

খাবার নষ্ট করবেন না

বাস্তুমতে খাবার নষ্ট করা অত্যন্ত অশুভ। প্লেটে খাবার ফেলে উঠে গেলে অসন্তুষ্ট হন দেবী অন্নপূর্ণা। খাবার নষ্ট করলে দেবীর রোষে সংসারে খাদ্যের অভাব দেখা দিতে পারে। প্লেটে খাবার ফেলে রেখে উঠে গেলে নানা অসুখ-বিসুখেও আক্রান্ত হতে পারেন।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

 

মন্তব্য করুন