খিদে নেই? এই লক্ষণই কিন্তু লিভারের বিদায় ঘণ্টা বাজাচ্ছে

By Bangla News Dunia Rajib

Published on:

FFDS

Bangla News Dunia , Rajib : শরীরের একাধিক গুরুত্বপূর্ণ কাজ করে লিভার। জানলে অবাক হবেন, হজমে সাহায্য করা, দেহ থেকে টক্সিন বের করে দেওয়া, বিপাকের হার নিয়ন্ত্রণ সহ বহু কাজ করে এই অঙ্গটি। তাই সুস্থ থাকতে চাইলে এই অঙ্গের স্বাস্থ্যের দিকে নজর ফেরানো জরুরি।

তবে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের ভুলভ্রান্তির জেরে লিভারের হাল বেহাল হয়ে যাচ্ছে। এই অঙ্গের পিছু নিচ্ছে জটিল অসুখ। তবে মুশকিল হলো, বেশির ভাগ মানুষই লিভারের অসুখের প্রাথমিক লক্ষণগুলি অবহেলা করেন। যার ফলে বাড়ে বিপদ। পরিস্থিতি আরও জটিল দিকে মোড় নেয়। তাই সুস্থ থাকতে ঝটপট লিভারের অসুখের লক্ষণ সম্পর্কে বিশদে জেনে নিন।

ত্বক, চোখ হলুদ হয়ে যেতে পারে

লিভার ঠিকমতো কাজ না করলে অনেক সময় শরীরে বিলিরুবিনের পরিমাণ বাড়ে। যার জন্য ত্বক এবং চোখ হলুদ হয়ে পড়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই এই ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের কাছে যান।

ফোলা ভাব

বিশেষজ্ঞদের কথায়, লিভারের হাল বেহাল হয়ে পড়লে শরীরে জল জমে যেতে পারে। যার ফলে চোখ, মুখ, পা এবং পেট ফুলে যায়।

খিদে উবে যাবে

আপনার কি হঠাৎ করেই খুব খিদে কমে গিয়েছে? আগে যেই খাবারগুলি খেতেন, তাও মুখে তুলতে ইচ্ছে করে না? সেক্ষেত্রে ঝটপট একবার চিকিৎসকের পরামর্শ নিন। কারণ, এর পিছনে লিভারের অসুখের ইঙ্গিত থাকলেও থাকতে পারে।

কমবে ওজন

লিভার ঠিকমতো কাজ না করতে পারলে এক ধাক্কায় অনেকটা ওজন কমে যেতে পারে। ব্যক্তির চেহারায় হুট করে আসে বিরাট বদল।

এছাড়াও…

১. চুলকানি

২. গাঢ় রঙের প্রস্রাব

৩. ফ্যাকাসে মল

৪. অল্পতেই রক্তপাত

৫. শ্বাসকষ্ট

৬. রাতে ঘুম না আসা ইত্যাদি।

যে কোনও উপসর্গ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে ফেলুন।

Disclaimer: প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

#END

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন