Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- গায়ত্রী মন্ত্র ও প্রাণায়ামে দূর হবে করোনা ? জানেন কি ভ্যাকসিন এলেও এবার গায়ত্রী মন্ত্র ও প্রাণায়ামে করোনা সারানোর পথ খুঁজছেন দেশের বিজ্ঞানীরা। এর আগে গোমূত্র নিয়ে অনেক ভাবনা ছিল কিন্তু এবার গায়ত্রী মন্ত্র জপ ও প্রাণায়ামকে কাজে লাগাতে চাইছে বিজ্ঞানমহল। সেই নিয়ে এবার জোরকদমে গবেষণাও শুরু হয়ে গেছে। হৃষীকেশের All India Institute of Medical Science গবেষণা শুরু করেছে। এই গবেষণাতে রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ।
উলেখ্য করোনা আক্রান্ত ২০ জন রোগীকে বেছে নিয়ে তাদের উপর গবেষণার কাজ শুরু করা হচ্ছে। টানা ১৪ দিন ধরে পর্যবেক্ষণ করা হবে ২০ জন ব্যক্তির উপর। দুটি দলে ভাগ করে ১০ জনকে প্রথাগত পদ্ধতি মেনে চিকিৎসা করে হবে। আর বাকি ১০ জনকে প্রথা মেনে চিকিৎসা করার পাশাপাশি দুবেলা করে গায়ত্রী মন্ত্রও জপ করানো হবে। সেই সঙ্গে থাকবে ১ ঘণ্টা করে করানো হবে প্রাণায়াম।
আরো পড়ুন :- দিন দিন বাড়ছে গরম ! পেট ঠান্ডা রাখতে চান ? দেখুন কি করবেন
তারপর ১৪ দিন পর দেখতে হবে কোন দলের ব্যক্তিরা বেশি সুস্থ রয়েছেন। নানা বিজ্ঞানী, নানা গবেষকদের পর্যালোচনা করে এই মারণ ব্যাধীর ভ্যাকসিন আবিষ্কার করতে প্রায় ১ বছরেরও বেশি সময় লেগে গেল। এখন ভাইরাস কিছুটা আয়ত্তের মধ্যে চলে এলেও, আবারও মাথা চাড়া দেওয়ার চেষ্টায় রয়েছে করোনা ভাইরাস। তাই নতুন পন্থা নিচ্ছে বিজ্ঞানীরা।
Highlights
1. গায়ত্রী মন্ত্র ও প্রাণায়ামে দূর হবে করোনা ?
2. মাথা চাড়া দেওয়ার চেষ্টায় রয়েছে করোনা ভাইরাস
#COVID #YOGA