Bangla News Dunia , Pallab : হোমিওপ্যাথি চিকিৎসা একটি সদৃশ লক্ষণ ভিত্তিক চিকিৎসা ব্যবস্হা। চোখের ছানিরোগের চিকিৎসায়ও নিচের ঔষধ গুলি হতে সঠিক ঔষধ দিতে পারলে এই রোগটি নিরাময় হবে।
চোখের ছানির হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত অনেক ঔষধের মধ্যে কিছু ঔষধ —-
আঘাত জনিত কারনে চোখে ছানিরোগ হলে আর্নিকা মন্টেনা, কেনিয়াম মেকুলেটাম, রুটা কার্যকরী।
চোখের তরুন প্রদাহ জনিত কারনে ছানিরোগ হলে
ব্যারাইটা-কার্ব, বেলেডোনা কার্যকরী।
চোখের কঠিন শক্ত ছানির হোমিওপ্যাথিক ঔষধ
ক্যালকেরিয়া কার্ব , ক্যালকয়িা ফ্লোর।
চোখের ছানিরোগে ঘনঘন চোখ রগড়াইলে ক্যানাবিস, কষ্টিকাম।
শিশুদের চেখের ছানি রোগের হোমিওপ্যাথিক ঔষধ সাইলেসিয়া।
আরো পড়ুন:- রোজভ্যালির টাকা দেওয়া শুরু, আপনার অ্যাকাউন্টে ঢুকল? এভাবে সহজে আবেদন করলেই মিলবে টাকা
বয়স্ক লোকের ছানিরোগের চিকিৎসায় সদৃশ ঔষধ নেট্রাম-মিউর ,ফসফরাস উপযোগী।
পায়ের ঘর্ম বন্ধ হয়ে ছানিরোগ হলে সাইলেসিয়া উপযোগী।
প্রথমে বাম পরে ডান চোখে ছানিরোগ হলে ম্যাগকার্ব উপযোগী।
প্রথমে ডানে পরে বামের চোখে ছানিরোগ হলে সালফার উপযোগী।
★রোগ নয় রোগীর চিকিৎসা করুন, সঠিক রোগীলিপি রেপার্টরী করে ঔষধ নির্বাচন করুন। #Short News
আরো পড়ুন:- ‘প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে’, দেশবাসীর উদ্দেশে বিবৃতি আওয়ামি লিগের