জিহ্বা দেখে ম্যাজিক বায়োকেমিক ঔষধ নির্বাচন !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Homeopathy

Bangla News Dunia, Pallab : জিহ্বা দেখে বায়োকেমিক ঔষধ নির্ণয় যা মানব দেহে খুবই কার্যকরী —-

১.যখন জিভ ফাটাফাটা; স্থিতিস্থাপক টিসুর গোলোযোগ- ক্যালকেরিয়া ফ্লোর।

২.পিছনের দিকে হলুদ রঙের ময়লা, জিভের উপর পুরু কাদার মত ময়লা, অম্ল বা সাবানের ন্যায় তাম আস্বাদন -ক্যাল সালফ।

৩.জিভ লাল; জিভের প্রদাহ- কেলি ফস।

৪.জিভের উপর সাদা বা পাংশু বর্ণের ময়লা, লিভারের ক্রিয়ার বিকৃতি ও সাদা রঙের ময়লা জমলে; রক্তের অম্লাধিক্য জ্ঞাপন করে – কেলি মিউর।

৫.জিভের উপর বাদামী বা সরষের মত রঙের ময়লা জমলে, জিভ শুষ্ক টাকরায় লেগে থাকে, জিভের চতুর্দিকে লালবর্ণ ও ক্ষতযুক্ত অথবা জিভ পুরু শুকনো ।

টাইফয়েড লক্ষণে -কেলি ফস।

আরও পড়ুন:- ১০ সেকেন্ডের একটা ব্যায়ামই সারিয়ে দেবে শিরদাঁড়া থেকে কোমরের ব্যথা

আরও পড়ুন:- রাজ্য সরকারের WEBCSC সংস্থায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন