bBangla News Dunia , সঙ্গীতা দত্ত রায় :- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স (IAP) এর আশঙ্কা -করোনার জন্য শিশুদের টিকা বন্ধ হয়ে যাওয়ায় হুপিং কাশি ,পোলিও ,হাম ইত্যাদির মত রোগে অনেক শিশু মৃত্যুর মুখে পড়তে পারে। করোনার সংক্রমণ ঠেকাতে গত ২৪ মার্চের পোলিও টিকাকরণ কর্মসূচি পিছিয়ে জুনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় হু এর গ্লোবাল পোলিও ইরাডিকেশন ইনিশিয়েটিভ (GPEI) .হু এর তরফে সমগ্র বিশ্বের টিকাকরণ বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরো পড়ুন :- ভয়ের মধ্যেও কিছু জিনিসে ছাড় আজ থেকে
বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত একটি তথ্য থেকে জানা যায় গোটা বিশ্বে ইতিমধ্যে ১.৩৫ কোটি শিশু পোলিও ,কলেরা ,হাম এইচপিভি ,পীতজ্বর ইত্যাদির প্রতিষেধক থেকে বঞ্চিত হয়েছে। শিশুরোগ বিশেষজ্ঞ অগ্নিমিতা গিরি বলেন – করোনার সংক্রমণ ঠেকাতে গিয়ে ভ্যাকসিনের দ্বারা ঠেকিয়ে রাখা বহু সংক্রমনের পুনরায় আগ্রাসী হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে গিয়েছে। IAP-র তথ্য পরিসংখ্যান অনুযায়ী লকডাউন শুরু হওয়ার পর থেকে এ দেশে প্রতি সপ্তাহে টিকাকরণ থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ শিশু বঞ্চিত হচ্ছে।
আরো পড়ুন :- অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
গোটা লকডাউন পিরিয়ডে শুধু ভারতেই টিকা থেকে বঞ্চিত হবে প্রায় ৩২ লক্ষ শিশু। শিশু জন্মের ২৪ ঘন্টার মধ্যেই হেপাটাইটিস বি ,বিসিজি ,পোলিও ইত্যাদি সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে পেয়ে থাকে। এছাড়া হুপিং কাশি ,পোলিও ,হাম, ইনফ্লুয়েঞ্জা – এগুলিও পায় ,এখন দু-একটা ছাড়া বাকি সবই বন্ধ। আটলান্টার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (CDC) জানায় -ভারত সহ ২৩ টি দেশের ৭.৯০ কোটি শিশু লকডাউনের ফলে হামের টিকা থেকে বঞ্চিত হবে। প্রতিবছর বিশ্বে ১ কোটি শিশু হামে আক্রান্ত হয় আর মৃত্যু হয় দেড় লাখের। পোলিওর প্রকোপও বেড়ে যেতে পারে।
আরো পড়ুন :- আগামী ২৪ ঘন্টায় প্রচুর ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে