ট্যান তাড়াতে পার্লারে যাবেন কেন, হাতের কাছেই তো রয়েছে টোটকা, রইলো বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ত্বকের খেয়াল রাখতে বারোমাস সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। ক্ষতিকার সূর্যরশ্মি থেকে বাঁচতে ত্বকের অন্যতম বর্ম হলো সানস্ক্রিন। মাথার উপর গনগনে সূর্য থাক কিংবা আকাশ মেঘলা হোক, সানস্ক্রিন না মেখে বাড়ির বাইরে বেরোনো  একেবারেই ঠিক নয়। তাতে সূর্যের ইউভিরশ্মি ত্বকে থাবা বসাবে। সেই সঙ্গে রোদে পুড়ে কালো দাগছোপ পড়বে ত্বকে। তবে ট্যান পড়লেও, তা তোলার উপায় আছে হাতের কাছেই। পার্লারে না গিয়েও চটজলদি ত্বকের ট্যান দূর করতে ভরসা হোক কিছু উপাদান।

অ্যালো ভেরা

ত্বকের অনেক সমস্যার সমাধান লুকিয়ে অ্যালো ভেরায়। ত্বকের ট্যান দূর করতেও অ্যালো ভেরার জুড়ি মেলা ভার। ট্যান পড়া অংশে অ্যালো ভেরা জেল মেখে নিন। সবচেয়ে ভালো হয় রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা ব্যবহার করলে। সকালে উঠে ধুয়ে ফেলুন। ২ সপ্তাহ টানা ব্যবহার করলে ট্যান দূর হবে।

লেবু এবং মধু

ত্বক অত্যধিক শুষ্ক হয়ে গেলে যেকোনও দাগছোপ খুব সহজেই তৈরি হয়। তাই ত্বকে আর্দ্রতা ফেরাতে লেবু এবং মধু ব্যবহার করতে পারেন। এক চামচ লেবুর রসে সামান্য মধু মিশিয়ে ট্যান পড়া অংশে মাখুন। এই টোটকা দারুণ কার্যকরী।

টক দই এবং হলুদ

ত্বকের ট্যান দূর করতে টক দই এবং হলুদের জুড়ি মেলা ভার। পরিমাণমতো টক দইয়ে অল্প হলুদ মিশিয়ে ট্যান পড়া অংশে প্রলেপ দিন। ত্বকের ট্যান মুছতে এই টোটকা দারুণ উপকারী। পর পর ৩ দিন ব্যবহার করলেই উপকার পাবেন।

আরও পড়ুন:- পুরুষদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করছেন মুখ্যমন্ত্রী। প্রতিমাসে পাবেন 1000, 1500 টাকা! জানুন বিস্তারিত

আরও পড়ুন:- কলকাতা টু বারাণসী 6 ঘণ্টায় ! তৈরি হচ্ছে নয়া এক্সপ্রেসওয়ে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন