Bangla News Dunia , পল্লব : ঋতু পরিবর্তনে সর্দি কাশির সমস্যা জনিত অ্যালার্জির ধাত থাকে অনেকের ! দারুন কাজ করবে কিছু হোমিওপ্যাথি ঔষধ —-
অ্যান্টিম টার্ট: সর্দি একটু বসে গিয়েছে, শ্বাস নিতে গিয়ে ঘড়ঘড় করে আওয়াজ হচ্ছে, এমন হলে অ্যান্টিম টার্ট ওষুধটি ভালো কাজ করে।
আর্সেনিক: শীতকালে দেখা যায় রাত্রিবেলা রোগীর শ্বাসকষ্ট হচ্ছে, ঘুম থেকে উঠে বসে থাকতে হচ্ছে। এমন ক্ষেত্রে রোগীকে আর্সেনিক ওষুধটি দিলে খুব ভালো কাজ হয়। ডাস্ট অ্যালার্জি যাঁদের আছে, তাঁরা এই সময় সতর্ক থাকুন। তাঁরা নিন অ্যালিয়াম সিপা।
আরো পড়ুন:- ‘প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে’, দেশবাসীর উদ্দেশে বিবৃতি আওয়ামি লিগের
ব্যাসিলিনাম: শীতকালে ত্বকের সমস্যা দেখা যায়। বিশেষ করে খুশকি। খুশকি এবং তার সঙ্গে সর্দিকাশি হলে তা হোমিওপ্যাথির চোখে আলাদা ধরনের সমস্যা। রোগীকে ব্যাসিলিনাম দিলে দুই সমস্যাই কমে।
ক্যালি মিউর এবং ফেরাম ফস: বাচ্চাদের চট করে সর্দি বুকে বসে গেলে একবার ক্যালি মিউর আর একবার ফেরাম ফসের চারটে করে ট্যাবলেট দিনে দু’বার দিলে ভালো কাজ হয়। #End
আরো পড়ুন:- ‘প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে’, দেশবাসীর উদ্দেশে বিবৃতি আওয়ামি লিগের