ডেল্টা-ওমিক্রন জুড়ে তৈরি হয়েছে হাইব্রিড ভ্যারিয়েন্ট ! কোন কোন লক্ষণ দেখা যাচ্ছে ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : রিপোর্ট বলছে, এশিয়া ও ইউরোপে শেষ কয়েকদিনে হু হু করে বেড়েছে আক্রান্তের সংখ্যা। ব্রিটেনে ডেল্টাক্রন খেলা দেখাতে শুরু করেছে। এই ভ্যারিয়েন্ট ডেল্টা ও ওমিক্রন জুড়ে তৈরি হয়েছে। এই হাইব্রিড ভ্যারিয়েন্ট জানুয়ারি ২০২২ সালে প্রথম আবিষ্কার হয়। এতদিনে ভাইরাসের কয়েকটি কেস সামনে এসেছে। এবার আসুন জেনে নেওয়া যাক এই দুই ভ্যারিয়েন্টের লক্ষণ ?

ডেল্টাক্রন নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রন ভ্যারিয়েন্টকেও বাদ দিয়েছে ভ্যারিয়েন্ট অব কনসার্নের তালিকা থেকে। তবে কিছু বিশেষজ্ঞ এখনই শান্ত হতে রাজি নন। তাঁদের কথায়, মানুষকে এখনও অনেকটাই সজাগ থাকতে হবে। কারণ সামনে রয়েছে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা।

loan

ডেল্টা ও ওমিক্রনের সংযুক্তিকরণের মাধ্যমে সামনে এসেছে ডেল্টাক্রন। ডেল্টা হল করোনার সবথেকে ভয়ঙ্করতম ভ্যারিয়েন্ট। এদিকে ওমিক্রন অতটাও সমস্যা তৈরি করেনি। ফলে এই ভাইরাস হল মাইল্ড ভাইরাস। দুই ভাইরাসের মিলনের মাধ্যমে তৈরি হওয়া ডেল্টাক্রনে দেখা দিতে পারে কয়েকটি লক্ষণ —

মাথা ব্যথা , খুব জ্বর , জ্বরের শেষে ঘাম ও কাঁপুনি , গলা ব্যথা , কাশি , খুব ক্লান্তি। শরীরে কোনও জোর থাকে না , শরীরে বিভিন্ন অংশে ব্যথা হতে পারে।

বিএ.২ অনেকদিন হল আমাদের সামনে চলে এসেছে। রোগের ক্ষেত্রে অনেক লক্ষণ নিয়েই চিকিৎসকরা কথা বলে থাকেন। তবে এক্ষেত্রে দুটি উপসর্গ সবথেকে বেশি দেখা যায়। এই দুটি লক্ষণ হল- মাথা ঘোরা ও ক্লান্তি। দুটি লক্ষণ শরীরে ভাইরাস প্রবেশের মাত্র ২ থেকে ৩ দিনের মধ্যেই মোটামুটি দেখা দিচ্ছে।

বেশিরভাগ ক্ষেত্রেই আগের করোনার মতো নাক বা আপার রেসপিরেটরির সমস্যা তৈরি করছে না। বরং অনেক ক্ষেত্রেই দেখা দিচ্ছে পেটের সমস্যা। এক্ষেত্রে পেট ব্যথা, পাতলা পায়খানা, বমি, বমি বমি ভাব, বুক জ্বালা, পেট ফাঁপা ইত্যাদি সমস্যা দেখা দিচ্ছে। তাই প্রতিটি মানুষকে এই বিষয়গুলি নিয়ে সাবধান হতে হবে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন