Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ক্যানসারের টিকা তৈরি করতে সফল হয়েছে রাশিয়া এবং ২০২৫ সাল থেকেই তা বিনামূল্যে দেওয়া হবে আক্রান্তদের। দাবি ভ্লাদিমির পুতিনের দেশের। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ‘তাস’-কে সেই দেশের স্বাস্থ্য মন্ত্রকের রেডিয়োলজি মেডিক্যাল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপরিন জানান, ক্যানসার রোগীদের এই টিকা দেওয়া হবে। ক্যানসার ঠেকানোর জন্য সাধারণ মানুষের উপর তা প্রয়োগ করা হবে না। এর আগে মস্কোর গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ জানিয়েছিলেন, এই টিকার মাধ্যমে টিউমারের বৃদ্ধি ঠেকানো সম্ভব। ভ্যাকসিনটি ক্যান্সার ছড়ানোও ঠেকাতে পারে।
রাশিয়ায় এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালে তা সাধারণ মানুষের ব্যবহারযোগ্য হয়ে উঠবে। রাশিয়াতেও ক্যান্সার রোগের থাবা চওড়া হয়েছে। এর মধ্যে স্তন, কোলন এবং ফুসফুসে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেই সূত্রের খবর।
তবে পুতিনের দেশের এই নতুন টিকা কোন ধরনের ক্যান্সার নিরাময় করতে পারে? তা এখনও স্পষ্ট করেনি রাশিয়া। টিকার নামও প্রকাশ করা হয়নি। অন্যান্য একাধিক দেশ নির্দিষ্ট কয়েক ধরনের ক্যান্সারের নিরাময়ের জন্য ভ্যাকসিন তৈরি করছে। ২০২৩ সালে ত্বকের ক্যান্সার প্রতিরোধের জন্য জার্মানির একটি বায়োটেক সংস্থার সঙ্গে ব্রিটেন যুক্ত হয়েছিল। ব্রেন ক্যান্সারের টিকা নিয়ে গবেষণা করছেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
এ ছাড়াও একাধিক দেশ এই লক্ষ্যে কাজ করছে। সার্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাশিয়া এই টিকা কতটা সফল হবে? গোটা বিশ্বের নজর এখন সেই দিকেই।
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024