Bangla News Dunia : S. Datta Roy – করোনা সংক্রমণ নিয়ে বর্তমানে গোটা দেশ উত্তাল। শেষ ১০ দিনে ১ লাখের বেশি আক্রান্ত এবং ৩ হাজারের বেশি মৃত্যু প্রশাসনের চিন্তা বাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় করোনাতে আক্রান্ত হয়েছে ১১৯২৯ জন এবং মৃত্যু হয়েছে ৩১১ জনের। স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী -দেশের মোট করোনা আক্রান্তের ৬৩ % মানুষ দেশের বড় ১৫ টি শহরে আছে। এই শহরগুলোর অলিতে -গলিতে কোভিদ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যত বেশি টেস্ট হবে তত আক্রান্ত ধরা পড়বে।
আগামী মঙ্গলবার ও বুধবার রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। যে রাজ্যগুলিতে সংক্রমণ একটু কম তাদের সাথে বৈঠক হবে মঙ্গলবার আর বুধবার বৈঠক হবে দিল্লি ,মহারাষ্ট্র ,গুজরাট ,পশ্চিমবঙ্গ ,মধ্যপ্রদেশের সাথে। এই ১৫ টি বেশি আক্রান্ত শহরের মধ্যে কলকাতা অষ্টম। আর প্রথম হল মুম্বাই ও ২য় দিল্লি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে দেশের কোভিদ ১৯ প্রভাবিত অঞ্চলগুলিতে টেস্টিং ,ট্র্যাকিং ও ট্রিটমেন্ট -এই ৩ দিকের ওপর বেশি জোর দিতে চাইছে কেন্দ্র।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের অন্যতম দিল্লির এইমসের চিকির্শক রণদীপ গুলেরিয়া জানান -যে ভাবেই হোক করোনা পরীক্ষার মাত্রা বাড়াতে হবে। বিশেষজ্ঞরা বলেন এই টেস্টের পাশাপাশি যথাযথ ট্রিটমেন্টও চাই। একজন কোভিদ ১৯ পজিটিভ রুগীর ট্রেসিং সঠিকভাবে না হলে সংক্রমণের গতি আটকানো সম্ভব না। অবস্থা বেশি খারাপ হলে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করা যেতে পারে। জরুরি পরিস্থিতিতে রেমেডিসিভিরও ব্যবহৃত হতে পারে।
Highlights
১. দেশের মোট করোনা আক্রান্তের ৬৩ % মানুষ দেশের বড় ১৫ টি শহরে আছে।
২. প্রথম হল মুম্বাই ও ২য় দিল্লি এবং কলকাতা অষ্টম।
৩. যে ভাবেই হোক করোনা পরীক্ষার মাত্রা বাড়াতে হবে।
# Covid 19 # Treatment # India