Bangla News Dunia : S. Datta Roy – টানা আড়াই মাস লক ডাউন চলার পর গত ১ জুন থেকে শুরু হয়েছে আনলক ১। আর তার পর থেকেই দেশে প্রতিদিন নতুন করে ৯ হাজারের বেশি মানুষ সংক্রমিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় কোভিদ ট্রেকারের হিসাবে সংক্রমণ ১০,০০০ ছুঁয়ে ফেলেছে। মঙ্গলবার সকালে কেন্দ্র থেকে জানা যায় -দেশে একদিনে ৯৯৮৭ জনের সংক্রমণ ঘটেছে। আর রাত পর্যন্ত হিসাব হল -কোভিদ ট্রেকার থেকে দেশে মোট সংক্রমিত ২ লাখ ৭৩৪৪৩ জন।
আর মৃতের সংখ্যায় মহারাষ্ট্র পরেই আছে গুজরাট। তারপর দিল্লি ,মধ্যপ্রদেশ ,পশ্চিমবঙ্গ।তেলেঙ্গানা ,তামিলনাড়ু ,রাজস্থান ,উত্তরপ্রদেশেও মৃত্যু হার বেশি। এই মাসের শুরু থেকেই রোজ ২০০ -র বেশি মানুদের করোনাতে মৃত্যু হচ্ছে। মহারাষ্ট্রে মোট আক্রান্ত ৯০,০০০ টপকে গেছে। মুম্বাইয়ে মৃত্যু ১৭০০-র বেশি। কেন্দ্রের তরফে সকলকে আরোগ্য সেতু এপ ব্যবহারের কথা হয়।
এদিকে পশ্চিমবঙ্গে সংক্রমণ ঘটলেও প্রচুর মানুষ সুস্থ হয়ে বাড়িও ফিরতে পারছে। পশ্চিমবঙ্গে এখনো অবদি করোনা আক্রান্তের সখ্য ৮৯৮৫। গত ২৪ ঘন্টায় ১৫৫ জন সুস্থ হয়েছে। সূত্র মারফত জানা যায় -হাসপাতাল থেকে ছুটি পাওয়ার হার মোটামুটি ৪০ %. প্রশাসন সূত্রের খবর -কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজারহাটের করোনা হসপিটালে গিয়ে হসপিটালের পরিকাঠামোর পাশাপাশি পিপিই মাস্কের যোগানও ভালো করে দেখেন। ওই হসপিটালের ১৭৭ জন করোনা রোগীর স্বাস্থ্য সম্পর্কেও খিজ নেন। রাজ্যে বর্তমানে এক্টিভ করোনা আক্রান্ত ৪৯৫০ জন।
Highlights
১. দেশে একদিনে ৯৯৮৭ জনের সংক্রমণ ঘটেছে।
২. পশ্চিমবঙ্গে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার হার মোটামুটি ৪০ %.
৩. মৃতের সংখ্যায় মহারাষ্ট্র পরেই আছে গুজরাট।
# করোনা # চিকিৎসা # হাসপাতাল # সংক্রমণ