দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যানুসারে -গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ হয়েছে ১০৯৫৬ জনের আর ১ দিনে মারা গেছে ৩৯৬ জন। এই মুহূর্তে আক্রান্তের হিসাবে বিশ্বে ৪ র্থ স্থানে ভারত। টানা আড়াই মাস গোটা দেশ লকডাউন করার পরেও করোনার  সংক্রমণ হয়েই চলেছে প্রতিদিন। আর গত ১ জুন থেকে দেশ আনলক হওয়ার পর সংক্রমণ আরও বেড়ে গেছে। তাই রাত ৯ তা থেকে ভোর ৫ তা অবদি  কার্ফু পালনের নির্দেশ দেওয়া হয়।

corona test

বর্তমানে দেশে মোট আক্রান্ত প্রায় ৩ লাখের কাছাকাছি আর মৃত প্রায় ৮০০০ -এর কাছাকাছি। দিল্লি ,মহারাষ্ট্র ,গুজরাটে সংক্রমণ প্রচুর বেশি। অবস্থা খারাপ সত্ত্বেও অর্থনীতির কথা চিন্তা করে বেশিরভাগ রাজ্যই আর লকডাউন চায় না। দিল্লি জানিয়েছে -পুনরায় লকডাউনের কোনো পরিকল্পনা তাদের নেই। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে আর মারা গেছে ১২৭ জন। দিল্লিতে রাট পর্যন্ত নতুন করে ২১৩৭ জন আক্রান্ত হয়েছে। আমেদাবাদে ৩০০ জনের বেশি মানুষের শরীরে ভাইরাস পাওয়া গেছে।

দিল্লিতে সরকারের হিসাব বলছে -জুলাইয়ের শেষে শুধুমাত্র দিল্লিতেই আক্রান্ত ৫ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। এদিকে রাজ্যেও আক্রান্তের সংখ্যা বাড়ে চলেছে। উত্তরবঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো জনসংখ্যা অনুপাতে খুবই দুর্বল। বাইরে থেকে আগত মানুষদের স্ক্রিনিং ব্যবস্থাপনা আরও উন্নত করার দরকার আছে।

Highlights

১.  আক্রান্তের হিসাবে বিশ্বে ৪ র্থ স্থানে ভারত। 

২.  বর্তমানে দেশে মোট আক্রান্ত প্রায় ৩ লাখের কাছাকাছি আর মৃত প্রায় ৮০০০ -এর কাছাকাছি।

৩.  উত্তরবঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো জনসংখ্যা অনুপাতে খুবই দুর্বল।

করোনা    #  ভারত    #  আক্রান্ত  

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন