দেশে নতুন বিপদের আশঙ্কা সোয়াইন ফিভার থেকে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

BBangla News Dunia , সঙ্গীতা দত্ত রায়  :-   বিশেষজ্ঞরা বলছেন ভারতে সোয়াইন ফিভার শুরু হয়ে গেছে এবং এই প্রথম এই রোগের মহামারী চলছে। আসামে ২০০০ এর বেশি শুয়োরের মৃত্যু হয়েছে। অরুনাচলেও শুয়োর মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এই নমুনা পরীক্ষা করেই ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি এনিম্যাল ডিজিজেস আফ্রিকান সোয়াইন ফিভারের উপস্থিতি সুনিশ্চিত করেছে।

আরো  পড়ুন :- দেশের শিল্পমহল পরিত্রানের পথ খুঁজছে

North East India

ইতিমধ্যে রাজস্থানে পঙ্গপালের উপদ্রবও শুরু হয়ে গেছে। আসাম থেকে রাজ্যে শুয়োর আমদানিতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই রোগের বাহক হল এঁটুলি পোকা। গত কয়েক বছরে রোগটি ইউরোপ হয়ে এশিয়াতে আসে। আসামের ৬ টি জেলা এবং অরুণাচলপ্রদেশের ৯ টি জেলায় শুয়োর মৃত্যুর ঘটনা ঘটেছে। নাগাল্যান্ড অন্য রাজ্য থেকে শুয়োর আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তর থেকে চেকপোস্টে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে যাতে আসাম থেকে কোনো শুয়োর ঢুকতে না পারে।

আরো পড়ুন :-  লকডাউনের পর আসতে পারে বিমান যাত্রাতে কিছু নতুন নিয়ম

এর ফলে শুয়োর চাষের প্রচুর অর্থনৈতিক ক্ষতি হবে। এই ভাইরাসে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এর জন্য ভারতের শুয়োর রপ্তানি বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হবে। যেসব চাষীরা শুয়োরের দেখাশোনা করে তাদের মাধ্যমে রোগটা ছড়াতে পারে। এটি বুনো শুয়োরের মধ্যে ঢুকে গেলে পরিবেশেও থেকে যাবে ,তাই তাই সব রাজ্যকেই সতর্ক থাকতে হবে।

 

Highlights

  • আসামে ২০০০ এর বেশি শুয়োরের মৃত্যু হয়েছে।
  • রাজস্থানে পঙ্গপালের উপদ্রবও শুরু হয়ে গেছে।
  • আসামের ৬ টি জেলা এবং অরুণাচলপ্রদেশের ৯ টি জেলায় শুয়োর মৃত্যুর ঘটনা ঘটেছে।

# রোগ ব্যাধি               #   ব্যবসা বাণিজ্য

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন