নতুন বছরে শেষ করোনা আতঙ্ক ? কি বলছে WHO

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

corona

Bangla News Dunia , পল্লব : করোনা নিয়ে শুধু সতর্কই করে গিয়েছে WHO। কিন্তু প্রথম সম্ভবত, তারা একটু আশার বাণী শোনাল। চিনে করোনা নিয়ে বাড়বাড়ন্তের মধ্যেও তারা শোনাল, আপাতত এই করোনা নিয়ে ইউরোপের মাথাব্যথার কোনও কারণ নেই। চিনে যে করোনা-ঢেউ আছড়ে পড়েছে, সেটা ইউরোপীয় ইউনিয়নের দেশ গুলিতে বিশেষ প্রভাব ফেলবে না। মঙ্গলবার এমনই এক স্বস্তির বার্তা দিল তারা।

আরো পড়ুন :- বাংলায় ৭৩৪ কোটির বিনিয়োগ মোদী সরকারের

তবে পাশাপাশি ‘হু’ এ-ও জানিয়েছে, নতুন করে করোনা নিয়ে বাড়বাড়ন্তের বিষয়টি নিয়ে একেবারে নিশ্চিন্ত হয়ে বসে থাকারও কোনও যুক্তি নেই! ফ্রান্স, ইতালি, ব্রিটেন, জার্মানি, নেদারল্যান্ডস-সহ ইউরোপীয় ইউনিয়নের বহু দেশ যখন চিন থেকে আসা যাত্রীদের উপর কড়া কোভিডবিধি জারি করেছে, তার একদিন পরেই ‘হু’র এ ধরনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?

সাংবাদিক সম্মেলনে করে ‘হু’-র ইউরোপীয় ইউনিয়নের আধিকারিক হান্স ক্লুজ বলেন– এখন চিনে কোভিডের যে ঢেউ চলছে, সেটা ইউরোপীয় অঞ্চলের বর্তমান করোনা অতিমারী সংক্রান্ত পরিস্থিতিকে তেমনভাবে প্রভাবিত করবে না। আত্মতুষ্ট হওয়ারও কোনও প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

‘WHO’-র ইউরোপীয় ইউনিয়নের আধিকারিক হান্স ক্লুজ আরও বলেন– দেশের জনসংখ্যা রক্ষার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ অযৌক্তিক নয়। সতর্কতা অবলম্বন করলেও দেশগুলির মধ্যে পারস্পরিক বৈষম্য না রাখার ডাক দিয়েছেন তিনি।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- পাকিস্তানে হামলা চালাল আফগান তালিবান, নিহত ৬, আহত ১৭

আরো পড়ুন :- ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারির-হুমকি শুভেন্দুর !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন