Bangla News Dunia , পল্লব : নবজাতক শিশুর হোমিওপ্যাথিক চিকিৎসা —-
★★নবজাত শিশু মায়ের স্তন না টানিলে চায়না ৬ ঘন্টা পরপর। ক্যাল্কে ফস ১২x ১ বড়ি দিনে ৩ বার।
★★ নবজাত শিশু দুধ না খাইলে ম্যাগমিউর ৩০ ৩ ঘন্টা পরপর।
★★ নবজাত শিশু মাথা বড় হইলে আর্ণিকা ৩x ৩ ঘন্টা পরপর।
★★ নবজাত শিশু নাভী শুকাইবার পরও উঁচু হইয়া থাকিলে নাক্স ৬ দিনে ৩ বার।
উপকার না হলে সালফার ৩০ দিনে ১ বার, পরে উচ্চ শক্তি ব্যবহার্য।
★★ মাথার সামনের গাড় জোড়া না লাগিলে প্রথমেই সালফার ২০০ এক মাত্রা। পনের দিন পরে উন্নতি না হলে ক্যাল্কে ফস ১২x ১বড়ি দিনে ২ বার।
আরো পড়ুন:- ‘প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে’, দেশবাসীর উদ্দেশে বিবৃতি আওয়ামি লিগের
★★ নবজাত শিশুর স্তন ফুলিলে, প্রথমেই বেলাডোনা ৩, দিনে তিনবার। পূঁজি পড়লে হিপার ৬, দিনে ২ বার। সপ্তাহ পরে সাইলিসিয়া ৩০ দিনে ১ বার ২ /১ ডোজ দিবেন।
★★ নবজাত শিশুর দেহের বগলে, কানের পিছে, কুঁচকিসহ বিভিন্ন স্থানে ঘা হইলে ও চুলকানি থাকিলে সালফার ৩০ সপ্তাহে ১ বার শিশু মোটা সোটা হইলে ক্যাল্কে কার্বা ৩০ দিনে একবার, পাতলা শরীর বিশিষ্ট হইলে লাইকোপডিয়াম ৩০, দিনে ১ বার। পাতলা রস বাহির হইলে পেট্রোলিয়াম ৩০, দিনে ১ বার আর ইহাতে চুলকানি থাকিলে রাসটক্স ৩০, দিনে ২ বার। লাল ফুস্কুড়ি উঠিলে ক্যামোমিলা ১২, দিনে ২ বার আর ইহাতে চুলকানি থাকিলে রাসটক্স ৩০ দিনে ২বার।
★★নবজাতক শিশুর গায়ে ফোস্কার মত উদ্ভেদ উঠিলে মার্কসল বা রাসটক্স ৩০ দিনে ১ বার। কেলি সালফ ১২x ১ বড়ি দিনে ২ বার।
★★ নবজাত শিশুর অরুচিতে নাক্স ৬ তিন ঘন্টা পরপর। সাথে ফোরাম ফস ১২ x ১ বড়ি করে ২ বার। সাথে এভেনা স্যাট ভালো ঔষধ।
★★ নবজাত শিশুর দুধ গজমতি না হইলে ইথুজা ও নেট্রাম কার্বা ৩০ দিনে ২ বার।
★★ নবজাত শিশুর গোসল করাইতে কানে পানি ঢুকিলে এন্টিম টার্ট ৩০ পরে রাসটক্স ৩০ ২বার।
★★ নবজাত শিশুর পেটের গ্যাস হলে কান্নাকাটি করিলে নাক্স। রাগি হলে কেমোমিলা ৩০ সুন্দর কাজ করে।
★★ নবজাত শিশুর পেট ব্যথা মোচড়ানো থাকিলে কেমোমিলা ৩০ শক্তি ২বার।
★★ নবজাত শিশুর কানের ব্যাথায় ক্যামোমিলা ১২ , ৩ ঘন্টা পরপর।
★★ নবজাত শিশুর নিদ্রাহিনতায় ক্যামোমিলা ৩০, ৬ ঘন্টা পরপর।
★★ নবজাতক শিশুর মাথায় আদ্র একজিমায় রাসটক্স ২০০ সপ্তাহে একবার। ব্যর্থ হলে মেজেরিয়াম ২০০। #End
আরো পড়ুন:- রোজভ্যালির টাকা দেওয়া শুরু, আপনার অ্যাকাউন্টে ঢুকল? এভাবে সহজে আবেদন করলেই মিলবে টাকা