নয়া ভাইরাসের প্রাদুর্ভাব ঘিরে আশঙ্কা ! কি বলছে মোদী সরকার ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

corona

Bangla News Dunia, Pallab : করোনার পর ফের নয়া ভাইরাসের প্রাদুর্ভাব ঘিরে আশঙ্কা ৷ এর মাঝেই শুক্রবার কেন্দ্রীয় সরকারি সূত্রে জানা গিয়েছে, বিষয়টিকে হালকাভাবে নিতে নারাজ দিল্লি। পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞরা। তবে এখনই আতঙ্কিত হওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি বলেই মনে করছে কেন্দ্র।

চিনে সম্প্রতি হিউম্যান মেটাপনিউমো ভাইরাস (এইচএমপিভি)-এর প্রাদুর্ভাব দেখা গিয়েছে। এই সংক্রান্ত কয়েকটি রিপোর্ট উদ্বেগে রেখেছে স্বাস্থ্যমন্ত্রক থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলকে। নড়েচড়ে বসেছে জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (এনসিডিসি)-ও। শ্বাসযন্ত্র থেকে তৈরি হওয়া অসুস্থতা থেকে শুরু করে মৌসুমী ইনফ্লুয়েঞ্জার মতো রোগের উপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে। কেউ এই ধরনের রোগে আক্রান্ত হলে তাঁর শরীর কেমন থাকছে তার উপরও প্রতিনিয়ত লক্ষ্য রাখা হচ্ছে । একই সঙ্গে, আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছেে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

এনসিডিসি’র এক শীর্ষ আধিকারিক বলেন, “আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ৷ সেই অনুযায়ী তথ্য এবং গতিপ্রকৃতিও যাচাই করে দেখা হবে ৷” স্বাস্থ্যসেবা অধিদফতরের (ডিজিএইচএস) ডিরেক্টর ডক্টর অতুল গোয়েল জানিয়েছেন, হিউম্যান মেটাপনিউমো ভাইরাস অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই ৷ সাধারণ সর্দি-কাশির সঙ্গে খুব একটা ফারাক নেই ৷ মূলত তরুণ এবং বয়স্কদের মধ্যে ফ্লুর মতো লক্ষণ দেখা দিতে পারে। আর তাই আতঙ্কিত হওয়ার তেমন কোনও কারণ দেখছেন না তিনি।

তাঁর কথায়, “চিনে হিউম্যান মেটাপনিউমো ভাইরাস (এইচএমপিভি) প্রাদুর্ভাবের খবর ছড়িয়ে পড়ছে। তবে, আমরা দেশে শ্বাসযন্ত্রের প্রাদুর্ভাবের তথ্য বিশ্লেষণ করেছি ৷ 2024 সালের ডিসেম্বরের তথ্যে কোনও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়নি ৷ কোনও প্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক রোগীর এই রোগে আক্রান্ত হওয়ার খবরও পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷”

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন