Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মহারাষ্ট্রের পুনে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে গিইয়ান বারি সিনড্রোম (Guillain-Barre Syndrome) বা GBS । এই রোগে শুক্রবার পর্যন্ত ৭৩ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। পুনের স্বাস্থ্য দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘জিবিএস-এ মোট ৭৩ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪৭ জন পুরুষ এবং ২৬ জন মহিলা। এঁদের মধ্যে ১৪ জনকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।’ গত সপ্তাহে ২৪ জন আক্রান্ত হওয়ার পর পরিস্থিতির মোকাবিলায় র্যাপিড রেসপন্স টিম (আরআরটি) তৈরি করা হয়েছে। এই টিম জিবিএস-এ আক্রান্তদের চিহ্নিত করে চিকিৎসার ব্যবস্থা করছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৭৩ জন আক্রান্তের মধ্যে ৪৪ জন পুনে গ্রামীণ এলাকার, ১১ জন পুনে কর্পোরেশন এলাকার এবং ১৫ জন পিম্পরি চিঞ্চওয়ার পুরসভা এলাকার। এর পাশাপাশি পুনে লাগোয়া আরও বেশ কয়েকটি এলাকায় এই রোগে আক্রান্তের খোঁজ মিলেছে।
আরও পড়ুন:– Jio গ্রাহকদের জন্য সুখবর! ট্রাইয়ের নির্দেশ মেনে দু’টি সস্তার প্ল্যান আনল Jio, জেনে নিন বিস্তারিত
Guillain-Barré Syndrome কী?
গিইয়ান বারি এক ধরনের অটোইমিউন ডিজ়িস। দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন স্নায়ুতন্ত্রের একাংশকে আক্রমণ করে তখন এই সিনড্রোম দেখা যায়। এর জেরে শরীরের নানা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার দেখা দেয়। এই রোগের প্রাথমিক লক্ষণ হলো হাত-পা অসাড় হয়ে আসা। হাত, পা-সহ শরীরের নিম্নাংশে প্রবল ব্যথা ও দুর্বলতা অনুভব হয়। তারপর তা শরীরের অন্য অংশেও ছড়াতে শুরু করে। এই রোগে আক্রান্ত হলে শরীরের পেশি দুর্বল হয়ে পড়ে। পেশির সংবেদনশীলতাও নষ্ট হতে পারে। আক্রান্ত হওয়ার দিন কয়েক পর থেকে খাবার খেতে, শ্বাসপ্রশ্বাসেও সমস্যা দেখা যায়। এর জেরে শরীরের কিছু অঙ্গে পক্ষাঘাত হতে পারে।
কী থেকে এই বিরল রোগ ছড়ায় তা নিয়ে মতভেদ রয়েছে। তবে ক্যাম্পাইলোব্যাক্টের জেজুনি নামে একটি ব্যাক্টেরিয়া এই রোগের সম্ভাবনা বৃদ্ধি করে মত বিশেষজ্ঞদের একাংশের। সব বয়সের মানুষই এই রোগের আক্রান্ত হতে পারেন। চিকিৎসকরা আশ্বাস দিচ্ছেন, সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে এই রোগ থেকে মুক্তি সম্ভব।
আরও পড়ুন:– লৌহযুগের শুরু তামিলনাড়ুতে, 5,300 বছরের পুরনো তরোয়াল হাতিয়ার স্ট্যালিনের
আরও পড়ুন:– ট্রেন ও রাস্তা বন্ধে বালি ব্রিজে যাত্রী হয়রানি, কাজ চলবে আরও তিনদিন