Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বর্ষা ও শীতে করোনার পোয়া বারো। কেউ বলছেন আগস্টে করোনা সংক্রমণের গ্রাফ শীর্ষে পৌঁছবে। আবার কেউ বলছেন, বছর শেষে ভয়াবহ আকার নেবে এই সংক্রমণ। ভুবনেশ্বর আইআইটি ও এইমসের যৌথ গবেষণায় উঠে এসেছে এক নয়া তথ্য। সেখানে দাবি করা হয়েছে, প্রবল বর্ষা ও কনকনে শীতে মারাত্মক আকার নেবে করোনা পরিস্থিতি। এর পিছনে বেশকিছু কারণের ব্যাখ্যা দিয়েছেন গবেষকরা।
দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। গোষ্ঠী সংক্রমণও শুরু হয়েছে বলে অনেকেই দাবি করেছেন। সে সব অবশ্য উড়িয়ে দিচ্ছে কেন্দ্র সরকার। এমন পরিস্থিতি নতুন আশঙ্কার কথা শোনাল ভুবনেশ্বর আইআইটি ও এইমসেরর গবেষকরা। তাঁরা জানিয়েছেন, দেশজুড়ে প্রবল বর্ষা ও কনকনে শীতে এই প্রকোপ বাড়বে। কারণ, ওই সময় তাপমাত্রা অনেকটাই কমবে। পাশাপাশি শীতের সময় বাতাসে আর্দ্রতাও অনেকটা কম হবে। আর এই দুইয়ের সঙ্গেই করোনা সংক্রমণের গভীর সম্পর্ক আছে বলে দাবি করেছেন গবেষকরা।
সংবাদ সংস্থা পিটিআইকে এ সম্পর্কে তাঁরা জানিয়েছেন। ২৮টি রাজ্যে সংক্রমণের প্যাটার্ন নিয়ে আলোচনা করা হয়েছে ওই গবেষণাপত্রে। কতটা তাপমাত্রা বাড়লে সংক্রমণ ঠিক কতটা কমে, সে সম্পর্কেও সেখানে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। তাপমাত্রার পারদ যত কমে ততই বাড়ে সংক্রমণ। গবেষণা বলছে, এক ডিগ্রি উষ্ণতা বাড়লে সংক্রমণের হার ০.৯৯ শতাংশ কমতে পারে। আবার সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হওয়ার সময় ১.১৩ দিন বাড়িয়ে দিতে পারে। করোনা ভাইরাসের সঙ্গে একই রকম সম্পর্ক আছে আর্দ্রতারও। ফলে বর্ষার সময় আর্দ্রতা ও তাপমাত্রা কম থাকায় সংক্রমণের প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Highlights
1. বর্ষা ও শীতে করোনার পোয়া বারো
2. তাপমাত্রা কম থাকায় সংক্রমণের প্রকোপ বাড়তে পারে
#Corona #COVID 19