Bangla News Dunia : S. Datta Roy – করোনার সংক্রমণ ঠেকাতে টানা ২ মাসের বেশি লকডাউন চলার পর গত 1st জুন থেকে সব কিছু আনলক হয়েছে। সরকারি -বেসরকারি অফিস কাছারির সঙ্গে সঙ্গে গণপরিবহনও চলাচল শুরু হয়েছে। Unlock 1 -এর প্রথমদিন থেকেই রাস্তায় মানুষের ভিড় দেখা গেছে। আর এটা বিশেষজ্ঞরা চিন্তিত। কারণ করোনা এখনো রয়ে গেছে আর সামাজিক দূরত্ব সব জায়গায় মণ সম্ভব হচ্ছে না। এমত অবস্থায় মাস্ক ও গ্লাভস ব্যবহার মাস্ট। তাদের মতে বাড়ির বাইরে মাস্ক খোলা যাবে না।
বেলেঘাটা আইডি হসপিটালের মাইক্রোবায়োলজি বিভাগের একজন ডক্টর শিক্ষক বলেন -কোভিদ আসলে শ্বাসনালীর সংক্রমণ। শরীরের যেসব ফাঁক -ফোঁকর গোলে এই সংক্রমণটা হয় তার মধ্যে সবচেয়ে চওড়া হল নাক ও মুখ। এই রাস্তা বন্ধ রাখা খুব দরকার নালে সংক্রমণ ঠেকানো অসম্ভব। বিশেষজ্ঞরা বলছেন -পৃথিবীর সব দেশেই ৬০-৭০ দিনের বেশি লকডাউন ছিল না। তবে লক ডাউনের পর তাদের সংক্রমণ কমে গিয়েছিলো যেটা ভারতের ক্ষেত্রে হয়নি। ভারতে এখনো করোনা সংক্রমণ হচ্ছে। মেডিসিন বিশেষজ্ঞ অরিন্দম বিশ্বাস বলেন -রাস্তাঘাটে এখন ভিড় এড়ানো মুশকিল ,তাই সবাইকে চোখে চশমস ও মুখে ২ টো মাস্ক পড়তে হবে।
রাস্তায় বেরোতে হলে কি কি মানতে হবে —
চশমা পড়তে হবে, সবাইকে ২ টো মাস্ক পড়তে হবে ,ট্রেন ও বাসে মাথায় টুপি পড়তে হবে , বাড়ির বাইরে হাত পরিষ্কার না করে নাকে বা মুখে হাত দেওয়া যাবে না ,সঙ্গে স্যানিটাইজার রাখতে হবে ,বাড়ি ফায়ার ব্যাগ ,পার্স ,ওয়ালেট ,মোবাইল ,চাবি ইত্যাদি স্যানিটেজ করতে হবে।,বাইরের জামাকাপড় সাবান দিয়ে ধুতে হবে ,ঘরে ঢোকার আগে হাত -পা -মুখ ভালো করে সাবান দিয়ে ধুতে হবে।
Highlights
১. বেলেঘাটা আইডি হসপিটালের মাইক্রোবায়োলজি বিভাগের একজন ডক্টর শিক্ষক বলেন -কোভিদ আসলে শ্বাসনালীর সংক্রমণ।
২. বিশেষজ্ঞরা বলছেন -পৃথিবীর সব দেশেই ৬০-৭০ দিনের বেশি লকডাউন ছিল না।
৩. নাক ও মুখ বন্ধ রাখা খুব দরকার নালে সংক্রমণ ঠেকানো অসম্ভব।
# করোনা # সংক্রমণ # সামাজিক দূরত্ব