বাঙালী বিজ্ঞানীর মতে করোনার শত্রু হল নিম

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , সঙ্গীতা দত্ত রায়  :-   Bকলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স এডুকেশন এন্ড রিসার্চ (আইসার IISER) -এর অধ্যাপিকা জয়শ্রী দাস শর্মার গবেষণা বলছে যে -নিমের ছালেই করোনা মোকাবিলা করা যাবে।নিমের ছালের রসকে ইঁদুরের উপর কয়েকবার প্রয়োগ করে দেখা গেছে করোনার সার্স সিওভি -২ কে ঠেকাতে পারে। এবার মানুষের শরীরে তা পরীক্ষা করা হবে। শুধু নিম গাছের ছাল নয় নিমপাতাও করোনা ভাইরাসের প্রোটিনের ওপর খুব ভালো কাজ করে বলে জানাচ্ছেন অধ্যাপিকা জয়শ্রী।নিমের যৌগ উপাদান করোনার প্রোটিনকে মানব দেহের কোষে ঢুকতে বাধা দেয়।

IISER

 

আরো পড়ুন :- করোনায় প্লাজমা চিকিৎসা নিলো কার্যকরী ভূমিকা

জয়শ্রী দাস শর্মা কল্যাণীর আইসার ল্যাবরেটরিতে জীববিদ্যার অধ্যাপিকা। তিনি ইঁদুরের উপর এই পরীক্ষাটি সম্পূর্ণ করেছেন। নিমের রস নিয়ে বর্তমানে এই গবেষণাটি করছে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউশন। বর্তমানে করোনাকে ঠেকাতে অনেক জায়গাতেই নিরন্তর গবেষণা চলছে। অধ্যাপিকা শর্মার এই গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘ফ্রন্টিয়ার ইন সেলুলার নিউরোসায়েন্স ‘-এ প্রকাশিত হয়েছে। তিনি গবেষণা করে দেখেছেন মাথার রোগ মাল্টিপেল স্ক্লেরোসিস -এর চিকিৎসায় নিম খুব ভালো কাজ করে ,আর তা করতে গিয়েই তিনি করোনা ভাইরাস ঠেকাতে নিমের কার্যকারিতা নিয়ে কাজ শুরু করেন।

আরো পড়ুন :- মহারাষ্ট্র ও গুজরাট এর করোনা সংক্রমণ ঠেকানো নিয়েই চিন্তা

Neem Tree

নিম ম্যালেরিয়া প্রতিহত করতে পারে। নিমের রস আলসার ঠেকাতে পারে। সাম্প্রতিক একটি গবেষণা দেখিয়েছে যে নিম ছালের নির্যাস দিয়ে ক্যান্সার কিছুটা হলেও রুখে দেওয়া যায়। নিমের প্রাকৃতিক যৌগ মানবকোষে ভাইরাসের প্রোটিনকে ঢুকতে বাধা দেয়। নিম ফলের নির্যাস সরাসরি করোনার স্পাইক প্রোটিনকে বেঁধে ফেলে। ফলে ভাইরাস কোষে ঢুকতে পারেনা আর মানবদেহে প্রতিলিপি গঠন করে সংখ্যাও বাড়াতে পারে না।

 

Highlights

 

  • কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স এডুকেশন এন্ড রিসার্চ। 
  • জয়শ্রী দাস শর্মা কল্যাণীর আইসার ল্যাবরেটরিতে জীববিদ্যার অধ্যাপিকা।
  • নিম ম্যালেরিয়া প্রতিহত করতে পারে।
  • নিম ফলের নির্যাস সরাসরি করোনার স্পাইক প্রোটিনকে বেঁধে ফেলে।

 

# করোনার             # ক্যান্সার

 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন