বাড়িতেও মাস্ক পড়া দরকার ! কেন্দ্রর নয়া নির্দেশিকা

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বাড়িতেও মাস্ক পড়া দরকার ! ভারতে দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা। রোগী বেড়ে গিয়েছে যে হাসপাতালে শয্যার অভাব। ক্রমশ পরিস্থিতি ভয়াবহ থেকে আরও ভয়াবহ হচ্ছে। পরিস্থিতি এমন আসছে এবার বাড়িতেও পরে থাকতে হতে পারে মাস্ক। সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে ভারতে অক্সিজেন যথেষ্ট পরিমাণে রয়েছে। কিন্তু সেই গুলি হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেওয়াটাই চ্যালেঞ্জ। আর তা সম্ভব হচ্ছে না বলেই অক্সিজেনের অপ্রতুলতায় ভুগছেন করোনা আক্রান্তরা।

banner_land

প্রসঙ্গত সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব বলেছেন, অক্সিজেন নিয়ে চিন্তা করার দরকার নেই। কেন্দ্র সমস্যা সমাধানের চেষ্টা করছে। পরিবহন যাতে সহজ হয় সেই চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। ভারত বিদেশে অক্সিজেনের অর্ডার দিয়েছে। বর্তমানে অক্সিজেন ট্যাঙ্কারের পরিবহনই একটি বড় চ্যালেঞ্জ। সরকার অক্সিজেন ট্যাঙ্কার গুলির মুভমেন্ট জিপিএসের মাধ্যমে ট্র্যাক করছে যাতে দ্রুত তা প্রতিটি জায়গায় পৌঁছনো সম্ভব হয়। এরপরই কেন্দ্রের তরফে বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত জর্জরিত। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে মানুষকে বাড়িতেও মাস্ক পরার পরামর্শ দিয়েছে কেন্দ্র।

নীতি আয়োগের ড. ভি কে পল বলেছেন, অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হবেন না। পরিবারের সঙ্গে থাকলেও মাস্ক পরুন। মাস্ক পরা খুব গুরুত্বপূর্ণ। মানুষকে বাড়িতে আমন্ত্রণ জানাবেন না।

আরো পড়ুন :- কি ভাবে রক্ষা পাবেন করোনা থেকে ? দেখুন উপায়

তিনি জানিয়েছেন দেশ জুড়ে টিকাকরণ চলছে। কিন্তু এই সময় টিকাকরণ আরও বাড়ানো উচিত। অনেকেই প্রশ্ন তুলছেন ঋতুস্রাবের সময় মহিলারা ভ্যাকসিন নিতে পারবে কিনা। তিনি জানিয়েছেন, অবশ্যই পারবেন। কোনও সমস্যা নেই। কিন্তু স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

Highlights

1. বাড়িতেও মাস্ক পড়া দরকার ! 

2. কিন্তু স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

#MASK #COVID

বিশেষ দ্রষ্টব্য :- সবাই মাস্ক পড়ুন ও করোনা বিধি মেনে চলুন। বাড়ির বাইরে কম বেরোন আর সচেতন থাকুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন