Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিশ্বজুড়ে ফের নয়া ভাইরাসের উপদ্রব। সেই ভাইরাসের কারণে চোখ থেকে গলগলিয়ে বেরোচ্ছে রক্ত। আর তার জেরে প্রাণও খোয়াতে হচ্ছে অনেককে। বিশ্বের ১৭ দেশে এই ভাইরাসের সন্ধান মিলেছে। এই ভাইরাসের নাম মারবার্গ। চোখ-কে টার্গেট করছে এই ভাইরাস।
এই ভাইরাসকে ‘ব্লিডিং আয়’ ভাইরাসও বলা হচ্ছে। বিশ্বজুড়ে ১৫ জন মানুষের প্রাণ কেড়েছে মারবার্গ। কয়েকশো মানুষ আক্রান্ত। বাড়ছে আতঙ্ক। যাঁরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা বিদেশে বেশি করে ভ্রমণ করেন তাঁদের সতর্ক করা হচ্ছে।
মারবার্গ ভাইরাস আক্রমণ করলে প্রথমে জ্বরের উপসর্গ দেখা দেয়। রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে এই ভাইরাস। চোখেও আক্রমণ করছে। চোখ থেকে রক্তপাত হচ্ছে রোগীদের। এভাবে প্রাণহানি হয়েছে অনেকের।
আরো পড়ুন:– কবে আসবে আপনার মৃত্যু? বলে দিচ্ছে এআই-চালিত ‘ডেথ ক্লক’। কিভাবে? জানলে অবাক হবেন
আরো পড়ুন:– সস্তা স্যামসাঙ স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র 6499 টাকার বিনিময়ে, পাওয়া যাবে 50MP Camera এবং 5000mAh Battery
এই ভাইরাস ইবোলা থেকে আসছে। বাদুড়ের শরীর থেকে তা ছড়াতে পারে। এছাড়াও সংক্রমিত ব্যক্তির রক্ত, লালা, প্রস্রাবের দ্বারাও তা অন্যের শরীরে প্রবেশ করে। সংক্রমিত ব্যক্তিদের জ্বর, গুরুতর মাথাব্যথা, পেশি ব্যথা, বমি এবং ডায়রিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এর ফলে অঙ্গহানি, হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি হচ্ছে। এতে মৃত্যুর হার ২৪ থেকে ৮৮ শতাংশ পর্যন্ত হতে পারে।
এই ভাইরাস দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ছে। ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, গায়ানা, পেরুতে এর সংক্রমণ বেশি। সেজন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।
তবে এই ভাইরাসের কোনও ভ্যাকসিন এখনও তৈরি হয়নি। একটি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। সেজন্য চিকিৎসকরা সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে বিদেশে যাঁরা বেশি যাওয়া আসা করেন তাঁদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরো পড়ুন:– বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনও পার্থক্য নেই, মেহবুবা মুফতির মন্তব্যে বিতর্ক তুঙ্গে