ব্ল্যাক ফাঙ্গাসের পর ফের নয়া আতঙ্ক ! কি বলছেন বিশেষজ্ঞরা ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :-  প্রত্যেক দিন ব্ল্যাক ফাংগাস রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বক্তব্য অনুযায়ী , যে সমস্ত ব্যক্তিরা করোনা থেকে সেরে উঠছেন বা উঠেছেন তাদের মধ্যেই দেখা যাচ্ছে এই সংক্রমণ। এখনো অবধি প্রায় ১১,০০০ এর ও বেশি ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। এর সব থেকে বেশি প্রভাব পড়েছে মহারাষ্ট্র ও গুজরাটে।

কিন্তু তার মধ্যেই ভদোদরাতে ৮ টি নতুন ফাঙ্গাল ইনফেকশন অ্যাস্পারগিলোসিসে আক্রান্ত হওয়ার খবর। ব্ল্যাক ফাঙ্গাসের মত অ্যাস্পারগিলোসিস সংক্রমণ করোনা থেকে সদ্য সেরে ওঠা রোগীর মধ্যে দেখা দিয়েছে। বৃহস্পতিবার ভদোদরাতে ২৬২ জনের ব্ল্যাক ফাঙ্গাস আর ৮ জনের অ্যাস্পারগিলোসিস সংক্রমণের তথ্য সামনে এসেছে।

অ্যাস্পারগিলোসিস সংক্রমণ কি ? 

অ্যাস্পারগিলোসিস সংক্রমণ কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে দেখা যায়। যদিও সাইনাস পালমোনারি অ্যাস্পারগিলোসিস যা এখন করোনা থেকে সেরে ওঠা রোগীদের মধ্যে দেখা যাচ্ছে। অ্যাস্পারগিলোসিস, ব্ল্যাক ফাঙ্গাসের মত মারাত্বক না হলেও, এই সংক্রমণের ফলেও অনেক ক্ষতি হতে পারে।

করোনা রোগীর মধ্যে এই সব ফাঙ্গাল ইনফেকশন দেখা দিচ্ছে যাঁদের করোনা চিকিৎসায় বেশি মাত্রায় স্টেরয়েড ব্যবহার করা হয়েছে বা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে আপোস করা হয়েছে। করোনা চিকিৎসায় স্টেরয়েড ব্যবহার ব্ল্যাক ফাঙ্গাস রোগের অন্যতম প্রধান কারণ। তাই চিকিৎসকদের স্টেরয়েড ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করা হয়েছে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন  এর মতে অ্যাস্পারগিলোসিস, অ্যাস্পারগিলস থেকে হয়। কম রোগ প্রতিরোধ ক্ষমতা বা ফুসফুসের রোগ থাকলে এটি হওয়ার সম্ভাবনা থাকে।

” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “

বিশেষ বিজ্ঞপ্তি :- সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে আতঙ্কিত হবেন না। মাস্ক ব্যবহার করুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন