Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ব্ল্যাক ফাঙ্গাস রোগ থেকে বাঁচবেন কি ভাবে ? ব্ল্যাক ফাঙ্গাস করোনা সংক্রমণের মধ্যে আর একটি নতুন সঙ্কট তৈরি করেছে। শুধুমাত্র যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরই ব্ল্যাক ফাঙ্গাস থেকে সমস্যা ও মৃত্যু হতে পারে। এমনটাই জানাচ্ছেন ভাইরোলজিস্টরা। তবে ব্ল্যাক ফাঙ্গাস থেকে সতর্ক থাকুন, আতঙ্কিত নয়।
কেন্দ্রীয় সরকার এই রোগ নিয়ে সচেতনতা বাড়াতে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকা অনুযায়ী করোনার সঙ্গে লড়াই করার জন্য যে ওষুধ ব্যবহার করা হচ্ছে, অনেকেরই সেই কারণে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাচ্ছে । আইসিএমআর’ জানিয়েছে কোন লক্ষণগুলি প্রকাশ পেলে সতর্ক হতে হবে।
দেখুন সেই রোগ লক্ষণ —–
চোখে বা নাকে ব্যথা ও লাল হয়ে ফুলে যাওয়া , জ্বর , মাথা ব্যথা , শুকনো কাশি , রক্তবমি , খারাপ মানসিক অবস্থা , নাক বন্ধ হয়ে আসা , চোয়ালে ব্যথা, মুখের এক দিকে ব্যথা , নাকের উপর কালচে দাগ , দৃষ্টি ঝাপসা হয়ে আসা, বা দু’টো করে জিনিস দেখা , বুকে ব্যথা , নিঃশ্বাসের সমস্য বেড়ে যাওয়া।
রোগ হলে কী করবেন ——
১. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে
২. সঠিক পরিমাণে এবং ঠিক সময় স্টেরয়েড নিতে হবে
৩. অক্সিজেন থেরাপির সময় পরিষ্কার, স্টেরিলাইজ করা জল ব্যবহার করতে হবে
৪. অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি ফাঙ্গাল ওযুধ খেতে হবে
৫. লক্ষণ গুলি নজরে এলে অবহেলা করবেন না।
৬. নাকে কালচে দাগ দেখলেই আতঙ্কিত হবেন না।
আরও পড়ুন :- করোনা কালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। দেখে নিন কি কি খাবেন
বিশেষ করে করোনা রোগীদের রোগ প্রতিরোধক ক্ষমতা কম থাকে, তাই তারা সতর্ক থাকবেন।চিকিৎসা শুরু করতে দেরি করা চলবে না।
#COVID #BLACK_FUNGUS
সকলের কাছে অনুরোধ , সবাই মাস্ক পড়ুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন