ভারতে প্রথম মানব দেহে কো-ভ্যাকসিনের সফল প্রয়োগ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ভারতে প্রথম মানব দেহে কো-ভ্যাকসিনের সফল প্রয়োগ। শুক্রবার দিল্লির এইমস হাসপাতালে করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হলো ভারতে। হাসপাতাল সূত্রে খবর, করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল পর্যায়ে দিল্লির এক বাসিন্দার শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। সেন্টার ফর কমিউনিটি মেডিসিন-র অধ্যাপক ড. সঞ্জয় রাই জানিয়েছেন, এখনো পর্যন্ত তার শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। তবে এখনো এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে তাকে।

এইমসের পক্ষ থেকে জানা গেছে, শনিবার থেকে প্রায় সাড়ে তিন হাজারের বেশি ব্যক্তি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের জন্য স্বেচ্ছায় নিজেদের নাম নথিভুক্ত করেন করেছেন। এদের মধ্যে আপাতত ২২ জনের স্ক্রীনিং চলছে। এইমসের ডিরেক্টর ডক্টর রণদীপ গুলারিয়া জানালেন, হিউম্যান ট্রায়ালের প্রথম পর্বে ৩৭৫ জনের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। এই পর্বের পরীক্ষার্থীদের শরীরে কোনো রকম অসুস্থতার লক্ষণ নেই বলেই জানা গেছে।

vaccine

এদিন যে ব্যক্তির দেহে প্রথম করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হলো দুদিন আগেই তার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত পরীক্ষা করেছে এইমস কর্তৃপক্ষ। রিপোর্টে কোনোরকম অসুস্থতার লক্ষণ না থাকায় শুক্রবার দুপুর দেড়টার সময় ০.৫ মিলিমিটার ডোজের করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে তার শরীরে। ভ্যাকসিন প্রয়োগের পর তাকে দু ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকেরা। তার শরীরে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি বলে জানা গেছে। আগামী সাতদিন কড়া নজর রাখা হবে তাকে।

ভ্যাকসিন প্রয়োগের দ্বিতীয় পর্বে, ১২-৬৫ বছর বয়সি প্রায় সাড়ে সাতশো ব্যক্তির দেহে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। উল্লেখ্য, এইমস সহ ভারতের ১২ টি হাসপাতালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-র আবিষ্কৃত করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চলবে। শনিবার,বাকি ব্যক্তিদের স্ক্রীনিং রিপোর্ট দেখে তবেই ভ্যাকসিন প্রয়োগ করা হয় বলে জানা গেছে।

Highlights

1. ভারতে প্রথম মানব দেহে কো-ভ্যাকসিনের সফল প্রয়োগ 

2. শরীরে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি বলে জানা গেছে

#কো-ভ্যাকসিন #Corona

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন