Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ভারতে ২২৫ টাকায় করোনা ভ্য়াকসিন ! ইতিমধ্যে সিরাম ইন্সটিটিউট অক্সফোর্ড-এস্ট্রোজেনিকের সাথে চুক্তি স্বাক্ষর করে ফেলেছে। আর তার সাথে সম্প্রতি নোভাভ্যাক্সের সাথেও চুক্তি স্বাক্ষর করে ফেলেছে পুণের এই ভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থা। ইতিমধ্যে অক্সফোর্ডের প্রথম দফার ট্রায়াল সাফল্যমন্ডিত হয়েছে, এবার পরের দুটি ট্রায়ালের রিপোর্ট আসা বাকি, কিন্তু এর আগেই সিরাম অনেকটাই আশাবাদী, তাই তারা এবার খুব দ্রুততার সাথেই ভ্যাক্সিনের ডোজ প্রস্তুত করতে তৈরী। তা খুব তাড়াতাড়ি সারা দেশে ছড়িয়ে দেয়া যাবে।
এবার সেখানেই বিল গেটসের ফাউন্ডেশন সিদ্ধান্ত নিয়েছে সিরামকে আর্থিক সাহায্য করার। তাদের ফাউন্ডেশন দ্য বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ১৫০ মিলিয়ন ডলার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন এই সিরামের সাথেই যে চুক্তি হয়েছে, সেখানে বলা হয়েছে ১০০ মিলিয়ন ডলারের মতো ভ্যাক্সিন্বের ডোজ তৈরী করা হবে। আর সেটা বিশ্বের দরিদ্রতম দেশ গুলোতে সরবরাহ করা হবে। যাতে অনেক মানুষের কাছে তাড়াতাড়ি ভ্যাকসিন পৌঁছে দেয়া যায়।
যার মূল্য রাখা হবে মাত্র ৩ ডলার করে। অর্থাৎ ভারতে সেটা পাওয়া যাবে মাত্র ২২৫ টাকাতেই। এখন এই দায়িত্ব এস এস আই এর ওপরে দেয়া হয়েসে। তাদের তরফ থেকে জানানো হয়েছে ২০২১ সালের প্রথম দিকেই এই ভ্যাক্সিন বাজার জাত করা হবে। এদিকে সিরাম দ্বিতীয় ও তৃতীয় ট্রায়ালের অনুমোদন পেয়ে গেছে ইতিমধ্যে। আগামী কিছুদিনের মধ্যে ১৬০০ মানুষের ওপরে এই ট্রায়াল চালু করা হবে, যা ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফ থেকে জানা গেছে।
Highlights
1. ভারতে ২২৫ টাকায় করোনা ভ্য়াকসিন !
2. যাতে অনেক মানুষের কাছে তাড়াতাড়ি ভ্যাকসিন পৌঁছে দেয়া যায়।
#Vaccine #COVID